ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এসএসসি পরীক্ষার্থীদের জন্য পরামর্শ

প্রকাশিত: ০৬:৩৬, ৩১ জানুয়ারি ২০১৭

এসএসসি পরীক্ষার্থীদের জন্য পরামর্শ

নূর মোহাম্মদ Lecturer and Head of the Math Department, BIAM Model School and College, 63 Nwe Eskaton, Dhaka. Contact Number: 01730450018 প্রিয় পরীক্ষার্থী, তোমরা যারা এবারের এসএসসি পরীক্ষা ২০১৭তে অংশগ্রহণ করছ সবার জন্য শুভ কামনা। এই পরীক্ষার জন্য দীর্ঘ দু’বছর তোমরা যে কঠোর পরিশ্রম করেছ এবার তার ফল লাভের পালা। এবার সৃজনশীল প্রশ্নের ওপর বেশি গুরুত্ব দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মনে রাখবে এতে তুমি নিজেকে প্রকাশের বেশি সুযোগ পাচ্ছ। বিষয়টিকে সেভাবেই নিবে। এমসিকিউ সঠিক উত্তর করে তোমরা পূর্ণ নম্বর পেতে পার সহজেই। কাজেই কোন রকম তাড়াহুড়া না করে মনোযোগের সঙ্গে, প্রশ্নটি বুঝে যথাযথভাবে বৃত্ত ভরাট করবে। তুমি হয়ত অনেক জান, কিন্তু জানাই যথেষ্ট নয়, পরীক্ষার খাতায় তার প্রতিফলন চাই ভাল নম্বর পেতে হলে। আর এজন্য চাই ঠা-া মাথায়, দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা হলে প্রবেশ। যা জান তা সঠিকভাবে গুছিয়ে লেখবে পরীক্ষার খাতায়। মনে রাখবে পরিচ্ছন্ন উত্তরপত্র একটি সুন্দর ভাবমূর্তি তৈরি করে। তোমাদের অনেকে দু’একটি প্রশ্ন কমন না পড়লে নার্ভাস হয়ে পড়। আমার পরামর্শ হলো যা জান না তা নিয়ে হতাশ হয়ে যা জান সেগুলোতে ভুল করার কোন অর্থ নেই। আর একটি বিষয়ে তোমাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই পরীক্ষার জন্য মানসিক প্রস্তুতির পাশাপাশি চাই শারীরিক প্রস্তুতি। আশা করি বিষয়টি তোমরা বিবেচনায় রাখবে। আবারও তোমাদের সাফল্য কামনায়। সৈকত মুস্তাফিজ সহকারী অধ্যাপক (ইংরেজি) উপাধ্যক্ষ, কুইন্স কলেজ, ঢাকা পরীক্ষক, ঢাকা বোর্ড ও ঘঞজঈঅ info.mustafi“[email protected] প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুগণ, তোমাদের সবাইকে কুইন্স স্কুল অ্যান্ড কলেজের পক্ষ হতে প্রাণঢালা শুভেচ্ছা ও শুভকামনা। শুরু হতে যাচ্ছে ২০১৭ সালের এসএসসি পরীক্ষা। এ মুহূর্তে সকলের একই লক্ষ্য আর তা হলো একটি ভাল ফলাফল, যার জন্য অপেক্ষায় আছো তুমিসহ তোমার পরিবার, শিক্ষক, বন্ধু সকলেই। পরীক্ষার আগের রাতেই প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, কলম, পেন্সিল, ইরেজারসহ পরীক্ষার প্রয়োজনীয় সকল উপকরণ গুছিয়ে রাখবে। কোনভাবেই এগুলো সঙ্গে নিতে ভুল করবে না। পরীক্ষার হলে নির্ধারিত সময়েই পৌঁছতে হবে। ভাল হয় পরীক্ষার আগের দিনে তোমার পরীক্ষা কেন্দ্রের অবস্থানটা জেনে নেয়া। অবশ্যই পরীক্ষার খাতার কভার পৃষ্ঠায় সকল তথ্য প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের সঙ্গে মিলিয়ে নির্ভুলভাবে লিখতে হবে। কোনভাবেই ভুল তথ্য পূরণ করা যাবে না, অন্যথায় পরীক্ষার ফলাফল স্থগিত থাকতে পারে। মনে রেখ ভাল ফলাফল করতে হলে অবশ্যই পরীক্ষার খাতায় সুন্দরভাবে উপস্থাপনের বিকল্প নেই। আর সে জন্য অবশ্যই তোমাদের প্রশ্ন বুঝে উত্তর দিতে হবে। বিরত থাকতে হবে ভুল উত্তর দেয়া ও অপ্রাসঙ্গিক উত্তর লেখা হতে। তোমাদের অনেকেরই ধারণা বেশি লিখলে বেশি নম্বর পাওয়া যায়। ধারণাটি একান্তই ভুল। মনে রাখবে, গঠনমূলক লেখা ছোট হলেও সম্পূর্ণ নাম্বার পাওয়া যায়। পরিশেষে কুইন্স স্কুল অ্যান্ড কলেজ এবং শিক্ষাসাগরের পক্ষ হতে সকলের কাক্সিক্ষত ফলাফল ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি।
×