ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিসিএলে তিনদিনেই জয় পূর্বাঞ্চলের

প্রকাশিত: ০৬:৩৩, ৩১ জানুয়ারি ২০১৭

বিসিএলে তিনদিনেই জয় পূর্বাঞ্চলের

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক প্রথম শ্রেণীর ক্রিকেট আসর বাংলাদেশ ক্রিকেট লীগে (বিসিএল) মাত্র তিনদিনেই জয় তুলে নিয়েছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। ৯ উইকেটের বড় জয় পেয়েছে তারা। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে দ্বিতীয়দিন ওয়ালটন মধ্যাঞ্চল দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে তোলে ৬৫ রান। তারা তৃতীয়দিন ব্যাটিং ব্যর্থতায় ১৯৮ রানেই গুটিয়ে যায়। ৫৬ রানের সহজ লক্ষ্য ১ উইকেট হারিয়ে টপকে যায় পূর্বাঞ্চল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান বিসিবি উত্তরাঞ্চল ও প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের ম্যাচটি ড্রয়ের পথে এগিয়ে যাচ্ছে। ৯ উইকেটে ৪৯২ রান নিয়ে উত্তরাঞ্চল প্রথম ইনিংস ঘোষণা করে। অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক ৫ উইকেট নেন। এরপর তৃতীয় দিনশেষে দক্ষিণাঞ্চল ফজলে মাহমুদের অপরাজিত শতকে ৪ উইকেটে তুলেছে ২৯৪ রান। দ্বিতীয়দিন শেষেই বোঝা যাচ্ছিল বড় একটা সংগ্রহ গড়বে উত্তরাঞ্চল। ৭ উইকেটে ৪৭৪ রান তুলেছিল তারা। নাঈম ইসলাম ১৭৬ রানে অপরাজিত ছিলেন। কিন্তু তিনি ডাবল সেঞ্চুরি করতে পারেননি। দলও বেশিদূর এগোতে পারেনি। নাঈম ৪৭৫ বলে ১৩ চার ও ২ ছক্কায় ১৮৫ রান করে সাজঘরে ফেরেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার রাজ্জাকের বলে বোল্ড হয়ে। এরপরই ইনিংস ঘোষণা করে উত্তরাঞ্চল ৯ উইকেটে ৪৯২ রান নিয়ে। রাজ্জাক দারুণ বোলিং করে ১৮৫ রানে ৫ উইকেট নেন। বিশাল রানের বোঝা নিয়ে খেলতে নেমে দারুণ জবাব দেয় দক্ষিণাঞ্চল। উদ্বোধনী জুটিতেই ওঠে ৮০ রান। এনামুল হক বিজয় (১৩) ছাড়া বাকি সবাই মোটামুটি ভাল রান পেয়েছেন। তবে কেউ বেশিদূর এগোতে পারেননি। শুধু ওপেনার ফজলে মাহমুদ এখনও অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়ে। তিনি ২১৩ বলে ১৪ চার ও ২ ছক্কায় করেছেন ১২১ রান। স্পিনার তাইজুল ইসলাম নিয়েছেন ৩ উইকেট। ৪ উইকেটে ২৯৪ রান করে এখনও ১৯৮ রানে পিছিয়ে আছে দক্ষিণাঞ্চল। বগুড়ায় লিটন দাসের ডাবল সেঞ্চুরির পরও ৩৬৭ রানে প্রথম ইনিংস শেষ হয়েছিল পূর্বাঞ্চলের। তবে লিড নিয়েছিল ১৪৩ রানের। দ্বিতীয় ইনিংসে তাদের প্রতিপক্ষ মধ্যাঞ্চল আরও বিপর্যস্ত। ওপেনার শামসুর রহমান শুভ অর্ধশতক (৫১) করেছেন, বাকিরা কেউ বড় ইনিংস খেলতে পারেননি। এ কারণে ১৯৮ রানেই গুটিয়ে যায় তারা। আবুল হাসান ও সাকলাইন সজীব তিনটি করে উইকেট নেন। মাত্র ৫৬ রানের জয়ের লক্ষ্যে নেমে লিটনের (৬) উইকেট হারিয়ে ফেলে পূর্বাঞ্চল। কিন্তু মেহেদি মারুফ ও জাকির হাসান দেখেশুনে খেলে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। স্কোর ॥ তৃতীয়দিন শেষে মধ্যাঞ্চল-পূর্বাঞ্চল ম্যাচ ॥ মধ্যাঞ্চল প্রথম ইনিংসÑ ২২৪/১০; ৬৫.২ ওভার (মোশাররফ ৪৬*, শরীফ ৪৪; জায়েদ ৫/৩৭, এবাদত ২/৪২) ও দ্বিতীয় ইনিংস- আগেরদিন ৬৫/১; ১৮ ওভার ও তৃতীয়দিন- ১৯৮/১০; ৭৭.৫ ওভার (শামসুল ৫১, মার্শাল ৩৫, রকিবুল ৩০; সাকলাইন ৩/৩৯, আবুল ৩/৪২, এবাদত ২/৪০)। পূর্বাঞ্চল প্রথম ইনিংস- ৩৬৭/১০; ৮৮.৩ ওভার (লিটন ২১৯, মেহেদি ৪১, আবুল ৪০; শুভাগত ৫/১০১, তাইবুর ৩/৫০) ও দ্বিতীয় ইনিংস- ৫৭/১; ১৩.৪ ওভার (জাকির ৩৩*, মেহেদি ১৪*, লিটন ৬; শামসুর ১/১৬)। ফল ॥ পূর্বাঞ্চল ৯ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ লিটন দাস (পূর্বাঞ্চল)। উত্তরাঞ্চল-দক্ষিণাঞ্চল ম্যাচ ॥ উত্তরাঞ্চল প্রথম ইনিংস- দ্বিতীয়দিন শেষে ৪৭৪/৭; ১৮৪ ওভার (নাঈম ১৭৬*, সোহরাওয়ার্দী ৫৭) ও তৃতীয়দিনÑ ৪৯২/৯ ডিক্লেঃ ১৮৯.৩ ওভার (নাঈম ১৮৫, জহুরুল ৬৫, আরিফুল ৪৩; রাজ্জাক ৫/১৮৫, সোহাগ ২/১০৫)। দক্ষিণাঞ্চল প্রথম ইনিংস- ২৯৪/৪; ৮০ ওভার (ফজলে ১২১*, তুষার ৪৭, শাহরিয়ার ৪২, মোসাদ্দেক ৩৪*, মিঠুন ৩০; তাইজুল ৩/৮১)।
×