ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গার্ডিওলার পরামর্শ স্টোন্সকে

প্রকাশিত: ০৬:৩২, ৩১ জানুয়ারি ২০১৭

গার্ডিওলার পরামর্শ স্টোন্সকে

স্পোর্টস রিপোর্টার ॥ গত বছরের আগস্টে ৪৭.৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে এভারটন থেকে জন স্টোন্সকে কিনে এনেছিল ম্যানচেস্টার সিটি। ইত্তিহাদে শুরুটা দারুণভাবে করলেও পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা খুব বেশিদিন ধরে রাখতে পারেননি স্টোন্স। তাই সাম্প্রতিক সময়ে সাইডবেঞ্চেই বসে থাকতে হচ্ছে তাকে। তাই সাবেক এভারটনের এই প্রতিভাবান ফুটবলারকে গার্ডিওলার পরামর্শ, ‘মৌসুমের শুরুতে যেভাবে লড়াই করেছ ঠিক তেমনটাই কর।’ গত শনিবার এফএ কাপের চতুর্থ রাউন্ডের বাধা পেরিয়েছে ম্যানচেস্টার সিটি। তাই ফুরফুরে মেজাজ নিয়েই সরাসরি প্যারিসে ছুটে গেলেন গার্ডিওলা। উদ্দেশ্য ফ্রেঞ্চ লীগ ওয়ানের শক্তিশালী দুই দল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) এবং মোনাকোর লড়াই দেখা। তবে ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ যে শুধু মোনাকোর শক্তি-সামর্থ্যই পর্যবেক্ষণ করেছেন তা নিশ্চিত। কারণটাও খুব সুস্পষ্ট। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ড্র অনুযায়ী শেষ ষোলোতে এই মোনাকোর বিপক্ষেই যে খেলতে হবে সিটিকে। বিশ্বফুটবলের সফল কোচদের একজন পেপ গার্ডিওলা। স্পেনের জায়ান্ট ক্লাব বার্সিলোনা এবং জার্মানির বেয়ার্ন মিউনিখ ঘুরে এখন নতুন করে ঠিকানা গড়েছেন ইংলিশ প্রিমিয়ার লীগে। শুরুটা দারুণভাবে করেছিলেন ম্যানচেস্টার সিটিতেও। যদিওবা মাঝে কিছুটা দুঃসময় এসে গার্ডিওলাকে আরও শক্তিশালী করেছে। চ্যাম্পিয়ন্স লীগ, এফএ কাপ কিংবা প্রিমিয়ার লীগÑ এখন পর্যন্ত সবকটি টুর্নামেন্টেই শিরোপা জয়ের স্বপ্ন রয়েছে সিটিজেনদের। তবে গার্ডিওলার চোখে আলাদা করেই গুরুত্ব পাচ্ছে চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর ম্যাচ। ওল্ডট্র্যাফোর্ডেই থাকছেন শোয়েনস্টেইগার স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ এক বছর পর ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সুযোগ পেয়েছেন জার্মানির সাবেক তারকা ফুটবলার বাস্তিয়েন শোয়েনস্টেইগার। তবে নিজের জাত চেনাতে মোটেও ভুল করেননি তিনি। এফএ কাপে চতুর্থ রাউন্ডের ম্যাচে নেমেই দারুণ এক গোল করে নিজের কারিশমা দেখালেন জার্মানির বিশ্বকাপ জয়ী এই মিডফিল্ডার। ম্যাচ শেষে তার প্রশংসা করেছেন রেড ডেভিলদের অভিজ্ঞ কোচ জোশে মরিনহো। মাঝে ম্যানচেস্টার সিটি ছাড়ার যে গুঞ্জন উঠেছিল শোয়েনস্টেইগারের তা উড়িয়ে দিয়েছেন স্পেশাল ওয়ান। এ বিষয়ে সাবেক রিয়াল মাদ্রিদের এই অভিজ্ঞ কোচ বলেন, ‘সে এখানেই থাকছে। সে আমাদের সঙ্গে ইউরোপা লীগেও খেলতে যাচ্ছে। আমরা তারজন্য জায়গা তৈরি করেছি।’ মরিনহো এ সময় আরও বলেন, ‘সত্যি কথা বলতে মিডফিল্ডে আমাদের তেমন কোন সুযোগ নেই। তাছাড়া তারজন্য পুরো ৯০ মিনিট খেলাটা খুবই কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু আমি মনে করি আজ সে বেশ খুশি। অনেকগুলো টুর্নামেন্টে সামনে আমাদের অনেক ম্যাচ তাই তার খেলার আরও সুযোগ থাকবে।’ ২০১৫-১৬ মৌসুমকে সামনে রেখেই ইউনাইটেডে যোগ দিয়েছিলেন শোয়েনস্টেইগার।
×