ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রোনাল্ডোর ছোঁয়ায় জেগে উঠল রিয়াল

প্রকাশিত: ০৬:৩১, ৩১ জানুয়ারি ২০১৭

রোনাল্ডোর ছোঁয়ায় জেগে উঠল রিয়াল

স্পোর্টস রিপোর্টার ॥ সুখকর একটি রাত কাটালো রিয়াল মাদ্রিদের। স্প্যানিশ লা লিগায় রবিবার রাতে রিয়াল সোসিয়েদাদকে ৩-০ গোলে হারিয়ে ছন্দে ফিরেছে গ্যালাক্টিকোরা। সান্টিয়াগো বার্নাব্যুতে মূলত সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ছোঁয়াতেই ছন্দে ফিরেছে জিনেদিন জিদানের দল। রিয়ালের জন্য রাতটি আরও মধুর হয়েছে শিরোপা লড়াইয়ে থাকা দুই প্রতিদ্বন্দ্বী বার্সিলোনা ও সেভিয়া ধাক্কা খাওয়ায়। বার্সা রিয়াল বেটির সঙ্গে কোনরকমে ১-১ গোলে ড্র করলেও সেভিয়া ৩-১ গোলে হেরে গেছে এস্পানিওলের কাছে। এর ফলে দুই দলের চেয়েই একটি করে ম্যাচ কম খেলে চার পয়েন্ট এগিয়ে আছে রিয়াল। ১৯ ম্যাচে সর্বোচ্চ ৪৬ পয়েন্ট ভা-ারে সার্জিও রামোসের দলের। আর ২০টি করে ম্যাচ শেষে সমান ৪২ পয়েন্ট করে বার্সা ও সেভিয়ার। সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচে জয় পেয়েছিল রিয়াল। সপ্তাহের মধ্যভাগে কোপা ডেল রে’র ম্যাচে তারা সেল্টা ভিগোর কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। টানা ৪০ ম্যাচ অপরাজিত থাকার পর আচমকাই ছন্দপতন ঘটে মাদ্রিদ জায়ান্টদের। এ কারণে চাপে থেকেই মাঠে নামে জিদানের দল। ইনজুরির কারণে একাদশ সাজাতে হিমশিম খেলেও রোনাল্ডোর ছোঁয়ায় ঘুরে দাঁড়িয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। ম্যাচের প্রথমার্ধে রিয়ালের পাওয়া একমাত্র সুযোগটি ভালভাবেই কজে লাগিয়ে দলকে এগিয়ে নেন মাটেও কোভাচিচ। ৩৮ মিনিটে রোনাল্ডোর একটি থ্রোইংয়ের বল নিয়ন্ত্রণের জন্য মধ্যমাঠ থেকে এগিয়ে যেয়ে দৃষ্টিনন্দন গোল করেন। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ছয় মিনিট পরই দেখা যায় এর বিপরীত চিত্র। এবার কোভাচিচের বল প্রতিপক্ষের ডি বক্সে ঢুকে গিয়ে নিয়ন্ত্রণে নিয়ে ঠা-া মাথায় গোল করেন পর্তুগীজ তারকা রোনাল্ডো। এটি চলতি মৌসুমে তার ২০তম গোল। আর লা লিগায় ১৩তম। খেলা শেষ হবার মাত্র ১৫ মিনিট আগে ইনিগো মার্টিনেজ লাল কার্ড (২টি হলুদ কার্ড) দেখে মাঠ ছাড়লে লড়াইয়ে ফেরার সব সম্ভাবনাই শেষ হয়ে যায় সোসিয়েদাদের। উল্টো ৮২ মিনিটে রিয়ালের হয়ে তিন নম্বর গোল করেন আলভারো মোরাটা। লীগের পঞ্চম স্থানে থাকা সোসিয়েদাদের বিরুদ্ধে জিতে স্বস্তি ঝরেছে রিয়াল কোচ জিনেদিন জিদানের। ম্যাচ শেষে তিনি বলেন, বেশ কয়েকদিন খুব বাজে ফর্মে থাকার পর অবশেষে আমরা নিজেদের আসল চেহারাটা দেখাতে পেরেছি। একটি শক্তিশালী দলের বিরুদ্ধে এটি আমাদের পরিপূর্ণ এক পারফর্মেন্স। বার্সিলোনা ও সেভিয়ার পথ হারানো যে বাড়তি আনন্দ দিচ্ছে তাও লুকাননি ফরাসী কিংবদন্তি। বলেন, এই রাতটাকে আমরা নিজেদের বলতে পারি, কারণ আমাদের প্রতিদ্বন্দ্বীদের একদল ড্র করেছে, আরেক দল হেরেছে। অন্যদিকে রিয়াল বেটিসের মাঠে বার্সিলোনার পয়েন্ট হারানোর ম্যাচে জর্দি এ্যালবার একটি শট গোললাইন পেরিয়ে গেলেও রেফারির চোখ এড়িয়ে যায়। এসব ভুল সংশোধনে লা লিগায় রেফারির সাহায্যে গোললাইন প্রযুক্তির প্রয়োজন বলে মনে করছে কাতালান ক্লাবটির কোচ লুইস এনরিকে। ম্যাচে গোলশূন্য প্রথমার্ধের পর ৭৫ মিনিটে জটলা থেকে আলেগরিয়া মরেনোর গোলে এগিয়ে যায় বেটিস। পিছিয়ে পড়ার দুই মিনিট পরেই সমতায় ফিরতে পারতো বার্সিলোনা। ডি বক্সের মধ্যে জটলা থেকে জর্ডি এ্যালবার নেয়া শট গোললাইন পেরিয়ে যায়। গোললাইনের অনেক ভেতর থেকে আইসা মানডি পা দিয়ে বল ক্রসবারে লাগিয়ে বাইরে ফেরত পাঠান। পরের মিনিটেও গোললাইন থেকে বল বিপদমুক্ত করেন মানডি। এবার অবশ্য বল লাইন পেরিয়েছিল কিনা পরিষ্কার বোঝা যায়নি। বার্সা কোচের মতে, গোললাইন প্রযুক্তি থাকলে হয়ত তারা তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পারত। লুইস এনরিকে বলেন, আমি একটা ছবি দেখেছি, রেফারিদের সাহায্য দরকার। এটি হলে সবকিছু আরও পরিষ্কার হবে। শটটি আমি দেখেছি। অন্যদের মতো আমারও মনে হয়েছে বল গোললাইন পেরিয়ে গিয়েছিল।
×