ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যাত্রী অসুস্থ বোধ করায়

প্রকাশিত: ০৫:৫৭, ৩১ জানুয়ারি ২০১৭

যাত্রী অসুস্থ বোধ করায়

প্লেন মধ্য আকাশে থাকা অবস্থায় একজন যাত্রী অসুস্থ বোধ করায় রবিবার মধ্যরাতে কলকাতা বিমানবন্দরে ভিয়েতনাম এয়ারলাইন্সের একটি প্লেন জরুরী অবতরণ করেছে। প্লেনটির পাইলট কলকাতার এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে (এটিসি) বলেছিলেন, তিনি কলকাতায় নামতে চান। বিমানে ষাটোর্ধ্ব এক যাত্রী অসুস্থ হয়ে পডেেছন। হো চি মিন সিটি থেকে ২৭৯ জন যাত্রী নিয়ে বিমানটি প্যারিস যাচ্ছিল। বিমানবন্দরের চিকিৎসকরা জানিয়েছেন, তিন বিমানযাত্রীর চিকিৎসায় মূল বাধা হয়ে দাঁড়াচ্ছিল ভাষা। এঁরা কেউই ইংরেজী জানেন না। কেবলমাত্র ফরাসী ভাষা বলতে পারেন। পরে নাগেরবাজারের আইএলএস হাসপাতালের চিকিৎসকদেরও এই সমস্যার মুখে পড়তে হয়। জ্যঁ-এর স্ত্রী আনেতের সঙ্গে কিছুতেই কথা বলতে পারছিলেন না চিকিৎসকরা। রবিবার বিকেলে হাসপাতালের চিকিৎসক কুমার রাজ জানান, শ্বাসকষ্টই মূল সমস্যা ছিল জ্যঁ লা ক্রোয়ার। তিনি বিপন্মুক্ত হলেও পুরোপুরি সুস্থ নন। এই অবস্থায় এখনই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া সম্ভব নয়। এমনকি, ছেড়ে দিলেও তিনি ফের বিমানে করে প্যারিস ফিরতে পারবেন না। কুমার রাজ বলেন, ‘একমাত্র এয়ার এ্যাম্বুল্যান্সে তাঁকে নিয়ে যাওয়া যেতে পারে।’ আনন্দবাজার পত্রিকা
×