ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ধোয়া যাবে এই স্মার্টফোন

প্রকাশিত: ০৫:৫৭, ৩১ জানুয়ারি ২০১৭

ধোয়া যাবে এই স্মার্টফোন

স্মার্টফোন কেনার পর কতই না যত্ন নেয়া হয়। সাধের ফোনটিকে জল থেকে দূরে রাখতে সতর্ক থাকতে হয়। সেটটি নিয়ে কোথায় যেন একটা চাপা আতঙ্ক থেকেই যায়। এই বুঝি ফোনটায় পানি লেগে গেল! এ সব ঝামেলার দিন শেষ। জাপানের ‘কায়োসেরা’ এমন একটি স্মার্টফোন তৈরি করেছে, যাতে জল লাগলে কোন ক্ষতি হবে না। বরং সেটিকে আপনি প্রয়োজন হলে সাবান এমনকি গরম জল দিয়েও পরিষ্কার করতে পারবেন নির্দ্বিধায়। কায়োসেরা জাপানের নামী সংস্থা। স্মার্টফোন তৈরি করে। এ বার তারা বাজারে আনছে ‘ডাবড রাফরে’ নামে একটি ‘ওয়াশেবল’ স্মার্টফোন। স্মার্টফোনটিতে স্পীকার কিংবা হেডফোন জ্যাক নেই। ধুলো তো বটেই, তরল জাতীয় পদার্থ থেকে ফোনকে বাঁচাতেই এই ব্যবস্থা। পাঁচ ইঞ্চি স্ক্রিনের কায়োসেরা রাফরেতে থাকছে ২ গিগাবাইট র‌্যাম, ১৬ গিগাবাইট ইন্টারনাল মেমোরি এবং ১৩ মেগাপিক্সেল ব্যাটারি। স্মার্টফোনটি চলবে এ্যান্ড্রয়েড ৭.০ ন্যুগাট অপারেটিং সিস্টেমে। মার্চ মাসে জাপানের বাজারে ছাড়া হবে এই স্মার্টফোনটি। আনন্দবাজার পত্রিকা
×