ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিমানের বিভিন্ন খাতের দুর্নীতি খতিয়ে দেখার উদ্যোগ দুদকের

প্রকাশিত: ০৫:৪৯, ৩১ জানুয়ারি ২০১৭

বিমানের বিভিন্ন খাতের দুর্নীতি খতিয়ে দেখার উদ্যোগ দুদকের

স্টাফ রিপোর্টার ॥ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন সেক্টরে দুর্নীতির অভিযোগগুলো খতিয়ে দেখার উদোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বছরের পর বছর ধরে ঘুরে ফিরে যেসব কেলেঙ্কারি গণমাধ্যমে প্রকাশিত হচেছÑ সেগুলো সম্পর্কেই সুস্পষ্টভাবে জানতে চেয়েছে দুদক। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল এসব জানতে চায়। সোমবার সকাল সোয়া ১১টার দিকে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন মোসাদ্দিক আহমেদের কক্ষে গিয়ে তারা হাজির হন। ব্যবস্থাপনা পরিচালকের কক্ষে ঘণ্টাব্যাপী অবস্থানের পর বলাকা ভবন থেকে বের হয়ে ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোসাদ্দিক আহমেদের সঙ্গে দুর্নীতির বিষয়ে কথা হয়েছে। এ সময় মোসাদ্দিক আহমেদ দুদকের পরিচালককে জানিয়েছেন, বাংলাদেশ বিমানের কোন ব্যক্তি দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে দুদকের কাছে তাদের তথ্য সরবরাহ করা হবে। ইকবাল হোসেন আরও বলেন, প্রধানমন্ত্রীর সফরকারী বিমানে যান্ত্রিক ত্রুটির বিষয়ে কোন তথ্য আছে কি না সে ব্যাপারে দুদকের বিশেষ টিম খতিয়ে দেখবে। কোন তথ্য পেলে দুদকের টিম দুর্নীতি দমন কমিশনে জমা দেবে। উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি সরকারী ১৪টি প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক দুর্নীতি রোধে ১৪টি বিশেষ টিম গঠন করে দুদক। যার কার্যকারিতায় সোমবার এই অভিযান পরিচালিত হয়। বিমান সূত্র জানায়, বৈঠক চলাকালে বিমানের ব্যবস্থাপনা পরিচালকের কাছে দুদক জানতে চায় কেন বিমানের বিরুদ্ধে এত দুর্নাম। কাউন্টারে গিয়ে টিকেট না পাওয়া, ঘন ঘন উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়া, সিডিউল রক্ষা করতে না পারা, গ্রাউন্ড হ্যান্ডলিং খাতের অরাজকতা, উড়োজাহাজ লিজে কমিশন খাওয়া, মেরামত ও রক্ষণাবেক্ষণের নামে কোটি কোটি টাকার অপচয়ের কারণ সম্পর্কে সুস্পষ্টভাবে জানতে চান দুদক কর্তারা। একটি লিখিত নোটিসের মাধ্যমে প্রমাণাদিসহ এসব অভিযোগের জবাব চান তারা। এ ছাড়া গত অর্থবছরের বার্ষিক প্রতিবেদন ও লাভ-লোকসানের চিত্রও দেখতে চেয়েছেন দুদক প্রতিনিধিরা। শীঘ্রই এসব অভিযোগের লিখিত জবাব দেয়ার আশ্বাস দেন ব্যবস্থাপনা পরিচালক।
×