ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মরণোত্তর দেহদানের ঘোষণা দিলেন বিএসএমএমইউ ভিসি

প্রকাশিত: ০৫:৪৬, ৩১ জানুয়ারি ২০১৭

মরণোত্তর দেহদানের ঘোষণা দিলেন বিএসএমএমইউ ভিসি

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান, প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) শহীদুল্লাহ শিকদার ও বাংলাদেশ সংবাদ সংস্থার জ্যেষ্ঠ প্রতিবেদক সেলিনা শিউলি মরণোত্তর দেহদানের ঘোষণা দিয়েছেন। সোমবার দুপুরে বিএসএমএমইউ মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ে ৫শ’ কিডনি প্রতিস্থাপনের রেকর্ড স্পর্শ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তারা এ ঘোষণা দেন। কিডনি বিশেষজ্ঞ ও সার্জনরা জানান, মৃত্যুর পর একমাত্র ব্রেন ছাড়া কিডনি, লিভার ও চোখসহ বেশ কিছু অঙ্গপ্রত্যঙ্গ দান করলে তা প্রতিস্থাপনের মাধ্যমে একাধিক মানুষকে নতুন জীবনদান সম্ভব। বিশেষ করে কিডনি প্রতিস্থাপনের মাধ্যমে দুই কিডনি বিকল রোগীদের নতুন জীবন ফিরিয়ে দেয়া সম্ভব। বাংলাদেশ সংবাদ সংস্থার জ্যেষ্ঠ প্রতিবেদক সেলিনা শিউলি মতবিনিময় সভায় উপস্থিত কিডনি বিশেষজ্ঞদের কাছ থেকে মরণোত্তর দেহদান সম্পর্কে জেনে প্রথমে মরণোত্তর দেহদানের ঘোষণার মাধ্যমে সামাজিক আন্দোলনে শরিক হলেন বলে জানান। পরে ভিসি ও প্রোভিসিও মরণোত্তর দেহদানের ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন, প্রোভিসি অধ্যাপক ডাঃ শারফুদ্দীন আহমেদ (প্রশাসন)। মূল বক্তব্য পাঠ করেন, অধ্যাপক ডাঃ শহীদুল ইসলাম সেলিম।
×