ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১২ বিশিষ্ট ব্যক্তির সঙ্গে সার্চ কমিটির বৈঠক, আরও পাঁচ জনকে ডাকা হয়েছে

সৎ যোগ্য ও অভিজ্ঞদের ইসিতে নিয়োগের পরামর্শ

প্রকাশিত: ০৫:৪৫, ৩১ জানুয়ারি ২০১৭

সৎ যোগ্য ও অভিজ্ঞদের ইসিতে নিয়োগের পরামর্শ

স্টাফ রিপোর্টার ॥ সৎ যোগ্য, মাঠ প্রশাসনে অভিজ্ঞ এবং সততার সঙ্গে যারা দায়িত্ব পালন করতে পারবেন তাদের নির্বাচন কমিশনে নিয়োগ দেয়ার জন্য পরামর্শ দিয়েছেন ১২ বিশিষ্ট নাগরিক। একই সঙ্গে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটিতে আরও ৫ জন বিশেষজ্ঞ ব্যক্তিকে নিয়ে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল ১ ফেব্রুয়ারি বুধবার বেলা ১১টায় সুপ্রীমকোর্ট জাজেজ লাউঞ্জে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে নামের তালিকা জমা দেয়ার জন্য আজ মঙ্গলবার বেলা ৩টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে দলগুলো তাদের তালিকা প্রদান করতে হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম। তবে সোমবার পর্যন্ত কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে নাম জমা দেয়া হয়নি বলে উল্লেখ করেন। বলেন আজকে ৩টার মধ্যে যেসব নাম জমা পড়বে পরে তা নিয়ে পর্যালোচনার জন্য সার্চ কমিটি বৈঠক করবে। নির্বাচন কমিশনে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিতে সার্চ কমিটি সোমবার ১২ জন বিশিষ্ট ব্যক্তি নিয়ে বৈঠক করেন। বিকেল সোয়া চারটায় সুপ্রীমকোর্টের জাজেজ লাউঞ্জে এই বৈঠক শুরু হয়। প্রায় দু ঘণ্টা বৈঠক শেষে বেরিয়ে এসে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, ১২ জন বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সার্চ কমিটি বৈঠক করেছেন। তারা সাবাই সৎ, যোগ্য ব্যক্তিদের নির্বাচন কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন। সার্চ কমিটি তাদের মতামতগুলো রেকর্ড করেছেন। তাদের মতামতগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। তিনি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার কী প্রক্রিয়ায় হতে পারে সে সম্পর্কে বিশিষ্ট নাগরিকরা মূল্যবান পরামর্শ দিয়েছেন। সেগুলো আমরা রেকর্ড করেছি। তাদের পরামর্শের সার কথা হচ্ছে, নির্বাচন কমিশনার যারা মনোনীত হবেন তারা হবেন সৎ, দক্ষ এবং নির্বাচন পরিচালনায় সক্ষম যোগ্য ব্যক্তি। তিনি জানান, আগামীকাল ১ ফেব্রুয়ারি বুধবার আরও ৫ জন বিশিষ্ট ব্যক্তি নিয়ে এ বিষয়ে মতামত নেয়ার জন্য বৈঠক করবে। ৫ জন বিশিষ্ট ব্যক্তির মধ্যে রয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা, ?ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম, সমকালের সম্পাদক গোলাম সারওয়ার ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ। তিনি জানান বুধবার সকাল ১১টায় সুপ্রীমকোর্ট জাজেজ লাউঞ্জে এই বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি জানান, আজ মঙ্গলবার সার্চ কমিটি নিজেদের মধ্যে বৈঠকে মিলিত হবেন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে পাঁচটি করে নাম দিতে অনুসন্ধান কমিটি যে আহ্বান জানিয়েছে, তাতে ?এখনও কেউ সাড়া দেয়নি। তবে নাম জমা দেয়ার জন্য আগামীকাল বেলা তিনটা পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। আগে ছিল বেলা ১১টা পর্যন্ত। নাম পাওয়ার পর বিকেলেই অনুসন্ধান কমিটি তা নিয়ে আলোচনায় বসবে। সোমবার সার্চ কমিটির বৈঠকে অংশ নেয়া বিশিষ্ট ১২ জন ব্যক্তির মধ্যে উপস্থিত ছিলেন সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতির মোঃ আবদুর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ কে আজাদ চৌধুরী ও অধ্যাপক এসএমএ ফায়েজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের এমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, মানবাধিকারকর্মী ও আইনজীবী সুলতানা কামাল, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, সুজন (সুশাসনের জন্য নাগরিক) সম্পাদক বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নুরুল হুদা। এছাড়াও সার্চ কমিটির প্রধান সুপ্রীমকোর্টের আপীল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, হাই কোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারী কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, মহাহিসাব নিরীক্ষক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিরীন আখতার। সন্ধ্যা ৬টায় বৈঠক শেষে বেরিয়ে এসে বিশিষ্ট আইনজীবী সুলতানা কামাল সাংবাদিকদের বলেন, সার্চ কামিটি আমাদের মতামত চেয়েছে। আমরা সবাই মতামত তুলে ধরেছি। তিনি বলেন, সৎ, যোগ্য, দক্ষ এবং সততার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন এমন ব্যক্তদেরই কমিশনে নিয়োগ দেয়ার জন্য বিশিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে সার্চ কমিটিকে আহ্বান জানানো হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনার হিসেবে কাদের বাছাই করা হবে না হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন সার্চ কমিটি। এটা বাছাই করতে সার্চ কমিটি নিজস্ব কর্মপদ্ধতি রয়েছে। সে অনুযায়ী তারা কাজ করবে। মানুষজন কোন ধরনের ব্যক্তিকে ইসিতে দেখতে চান সে বিষয়ে আমাদের থেকে ধারণা নেয়া সার্চ কমিটির উদ্দেশ্য। এটি বিশেষভাবে গবেষণা করে বের করার বিষয় নয়। আমরা নির্বাচন কমিশনে এমন ব্যক্তিদের দেখতে চাই, যারা একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন। সেখানে সৎ, যোগ্য, উপযুক্ত ও জাতীয় দায়িত্ব হিসেবে যারা সততার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন সে রকম ব্যক্তিদেরই খুঁজে পেতে আমাদের সঙ্গে মতবিনিময় করেছে সার্চ কমিটি। তিনি বলেন, সার্চ কমিটিতে যারা নিয়োগ পেয়েছে তারা অত্যন্ত সম্মানিত ব্যক্তি। সম্মানের সঙ্গে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, তাদের সম্পর্কে অনাস্থার বিষয়টিও বিভাজিত। তাদের ওপর আস্থা আনাও জনগণের নৈতিক দায়িত্ব। অনাস্থার বিষয়টি ক্রমেই প্রশমিত হচ্ছে উল্লেখ করেন। তিনি বলেন, কমিশনের দয়িত্ব হচ্ছে নির্বাচন পরিচালনা করা। নির্বাচন ভ-ুল নির্বাচন কমিশন করে না, সার্চ কমিটিও করবে না। নির্বাচন অস্বচ্ছ বা অন্যরকম হলে তার জন্য মূলত দায়ী রাজনৈতিক দলগুলো উল্লেখ করে। বৈঠক শেষে বেরিয়ে এসে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, প্রথমবারের মতো সার্চ কমিটি কিছু নাগরিকের সঙ্গে বৈঠকে বসেছে। বৈঠকে প্রত্যেকে প্রত্যেকের মতামত তুলে ধরেছেন। কেউ কেউ লিখিতভাবে জমা দিয়েছেন। একটা ক্রাইটেরিয়ার মধ্যে তারা যোগ্য ব্যক্তিদের অনুসন্ধান করবেন সেই মতামত তুলে ধরেছি। আবার আবার সিলেকশন প্রক্রিয়া স্বচ্ছ রাখার আহ্বান জানানো হয়েছে। তাতে মানুষের আস্থা বিশ্বাস বাড়বে। সিলেকশনের ক্ষেত্রে যোগ্যতার মাপকাঠিগুলো তারা বসে চিন্তা করবেন। আমরা কিছু চিন্তার খোরাক দিয়েছি উল্লেখ করেন। তিনি বলেন বিশিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে যে পরমর্শ দেয়া হয়েছে সার্চ কমিটি তা ইতিবাচকভাবে নিয়েছে। এখন তারা নিজেরা বসে এগুলো নিয়ে পর্যালোচনা করে কিছু একটা দাঁড় করাবেন উল্লেখ করেন। ড. বদিউল আলম মজুমদার বলেন, সার্চ কমিটি রাজনৈতিক দলের কাছে নাম চেয়েছে। আমরা বলেছিল শুধু রাজনৈতিক দল নয় সুশীল সমাজের কাজ থেকে নাম প্রস্তাব নিতে হবে। তারা আমাদের বক্তব্য শুনেছেন। এখন কোন প্রক্রিয়ায় বা মানদ-ের ভিত্তিতে যোগ্য ব্যক্তিদের বাছাই করা হবে তা তাদের জানানো উচিত। এছাড়া আমাদের বক্তব্যের কতোটুকু নেয়া হয়েছে, সেটিও জানানো উচিত উল্লেখ করেন। বৈঠক শেষে বেরিয়ে এসে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা বলেন, রাজনৈতিক পরিচয় নেই ও অপেক্ষাকৃত ক্লিন ইমেজের ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটিকে পরামর্শ দিয়েছি। আমরা আশা করি এই প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি ভাল নির্বাচন কমিশন গঠন করা যাবে। উল্লেখ্য গত ২৫ জানুয়ারি নির্বাচন কমিশনে গঠনের জন্য সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপ্রতি মোঃ আবদুল হামিদ। সার্চ কমিটি গত শনিবার এ বিষয়ে নিজেদের মধ্যে প্রথম বৈঠক করেন। বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী আজকের মধ্যে ৩১ রাজনৈতিক দলকে ৫ জন করে নামের তালিকা জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী সোমবার ১২ জন বিশিষ্ট নাগরিক মতামত নেন। এছাড়া আগামীকাল আরও ৫ জন ব্যক্তিকে বৈঠকে ডেকেছেন। প্রজ্ঞাপন জারি থেকে ১০ কর্মদিবসের মধ্যে ইসিতে নিয়োগ দিতে যোগ্য ব্যক্তিদের বাছাই করার নির্দেশনা রয়েছে সার্চ কমিটির ওপর।
×