ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এবার ১ লাখ ২৭ হাজার বাংলাদেশী হজ পালন করতে পারবেন

যাবজ্জীবন সাজার বিধান রেখে যৌতুক আইন মন্ত্রিসভায় অনুমোদন

প্রকাশিত: ০৫:৪৪, ৩১ জানুয়ারি ২০১৭

যাবজ্জীবন সাজার বিধান রেখে যৌতুক আইন মন্ত্রিসভায় অনুমোদন

বিশেষ প্রতিনিধি ॥ যৌতুকের জন্য আত্মহত্যার প্ররোচনায় ১৪ বছরের জেল, আর নির্যাতন করে গুরুতর জখম করলে যাবজ্জীবন সাজার বিধান রেখে নতুন আইন করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। এছাড়া মন্ত্রিসভা জাতীয় হজ এবং ওমরানীতি-২০১৭ এবং হজ প্যাকেজ-২০১৭ এর খসড়া অনুমোদন দিয়েছে। এ বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ বাংলাদেশী পবিত্র হজ পালন করতে পারবেন। পাশাপাশি মন্ত্রিসভায় বাংলাদেশ শিপ রিসাইক্লিং আইন-২০১৭ খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। এতে এই শিল্পের বিকাশের লক্ষ্যে কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। নেত্রকোনা ও জামালপুরে দুটি পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের বিষয়েও নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘যৌতুক নিরোধ আইন-২০১৭’ এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয়। বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের সামনে এই খসড়ার বিভিন্ন দিক তুলে ধরে জানান, ১৯৮০ সালের যৌতুক নিরোধ আইন পরে তিন দফা সংশোধন করা হয়েছিল। এবার সব মিলিয়ে এই নতুন আইন হচ্ছে, যাতে যৌতুকের সংজ্ঞাও বদলাচ্ছে। কোন এক পক্ষের (বর বা কনে) পিতা-মাতা বা ব্যক্তি অন্য পক্ষের কাছে কোন কিছু দাবি করলে এতদিন তা যৌতুক হিসেবে গণ্য হতো। সংশোধিত আইনে যৌতুকের সংজ্ঞা বদলে বর বা বরের পিতা-মাতা বা প্রত্যক্ষভাবে বিয়েতে জড়িত বরপক্ষের অন্য কোন ব্যক্তির কোন কিছু দাবি করাকে বোঝানো হচ্ছে। এর ব্যাখ্যায় মন্ত্রিপরিষদ সচিব বলেন, বরপক্ষকেই আসামিভুক্ত করা হয়েছে, কারণ বরপক্ষই যৌতুক নেয়। কনেপক্ষ যৌতুক নেয় এমন উদাহরণ নেই। ১৯৮০ সালের যৌতুক নিরোধ আইনে যৌতুক দাবি ও লেনদেনের শাস্তি নির্দিষ্ট করা থাকলেও যৌতুক চেয়ে নির্যাতনের শাস্তির বিষয়ে কিছু বলা ছিল না। যৌতুকের জন্য আত্মহত্যার প্ররোচনা বা অঙ্গহানি করলে প্রস্তাবিত আইনে কঠোর শাস্তির বিধান যুক্ত করা হয়েছে। তিনি বলেন, আত্মহত্যার প্ররোচনার জন্য ১৪ বছরের সশ্রম কারাদ- এবং অর্থদ-ে দ-িত হবেন। জরিমানার পরিমাণ নির্দিষ্ট করে দেয়া হয়নি। মারাত্মক জখম করার জন্য যাবজ্জীবন সশ্রম কারাদ-, সেই সঙ্গে অর্থদ-ের বিধান করা হচ্ছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ আইনের খসড়া করার সময় যৌতুকের জন্য আত্মহত্যার প্ররোচনার শাস্তি মৃত্যুদ- রাখার সুপারিশ করলেও শেষ সময়ে তা কমিয়ে এনে মন্ত্রিসভায় তোলা হয়। মন্ত্রিপরিষদ সচিব জানান, যৌতুকের জন্য সাধারণ জখম করলে এক থেকে তিন বছরের কারাদ- এবং অর্থদ-ের বিধান রাখা হয়েছে খসড়ায়। ভিকটিমের ক্ষতি বিবেচনায় অর্থদ-সহ আমৃত্যু ভরণপোষণ দেয়ার রায়ও আদালত দিতে পারবে। যৌতুকের লেনদেন বা সহযোগিতার জন্য এক থেকে পাঁচ বছরের কারাদ- এবং ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দ-ের বিধান থাকছে নতুন আইনে। আগের আইনে এই অপরাধে পাঁচ বছর কারাদ-ের কথা বলা থাকলেও জরিমানার পরিমাণ নির্দিষ্ট করা ছিল না। যৌতুক নিয়ে মিথ্যা অভিযোগ বা মামলা করলে তাও নতুন আইনে অপরাধ হিসেবে গণ্য হবে। এজন্য এক বছরের কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দ- দেয়া যাবে। জাতীয় হজ এবং ওমরানীতি ॥ জাতীয় হজ এবং ওমরানীতি-২০১৭ এবং হজ প্যাকেজ-২০১৭ এর খসড়া মন্ত্রিপরিষদ অনুমোদন দিয়েছে। এ বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশী পবিত্র হজ পালন করতে পারবেন। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, হজ প্যাকেজ-২০১৭-এর অধীনে এ বছর বেসরকারী ব্যবস্থাপনায় মোট ১,১৭,১৯৮ বাংলাদেশী এবং সরকারী ব্যবস্থাপনায় ১০ হাজার বাংলাদেশী পবিত্র হজ পালন করবেন। সরকারী ব্যবস্থাপনায় প্রথম প্যাকেজে হজ পালনে আগ্রহী প্রতি জনের খরচ পড়বে ৩,৮১,৫০৮ টাকা এবং দ্বিতীয় প্যাকেজে খরচ পড়বে জন প্রতি ৩ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা। বেসরকারী ব্যবস্থাপনায় পবিত্র হজ পালনে প্রতি জনের সর্বনি¤œ খরচ ১ লাখ ৫৬ হাজার ৫৩৭ টাকা নির্ধারণ করে দেয়া হয়েছে। তিনি বলেন, এ বছর পবিত্র হজ পালনের জন্য প্রত্যেকের মেশিন রিডেবল পাসপোর্ট লাগবে। তিনি আরও বলেন, কোন হজ এজেন্সি বাংলাদেশ থেকে সর্বোচ্চ ৩০০ হাজি এবং সর্বনি¤œ ১৫০ হাজী পাঠাতে পারবে। তিনি আরও জানান, একটি বিমান তিনটি হজ এজেন্সির হাজী এবং তিনজন মোয়াল্লেমকে পাঠাতে পারবে। বেসরকারী ব্যবস্থাপনায় হাজীদের সৌদি আরবে ইসলামিক উন্নয়ন ব্যাংকের মাধ্যমে কোরবানির টাকা পাঠাতে হবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, কাউকে সরাসরি কোরবানির পশু কেনার অনুমতি দেয়া হবে না। তিনি আরও বলেন, সরকারী ও বেসরকারী উভয় ব্যবস্থাপনার হাজীদের অবশ্যই মক্কা এবং মদিনায় বাড়ি ভাড়া করতে হবে। তিনি বলেন, হাজীদের সৌদি সরকার নিয়োজিত ক্যাটারিং কোম্পানির মাধ্যমে খাদ্য সংগ্রহ করতে হবে। তাদের নিজস্ব ব্যবস্থাপনায় রান্না করে খাওয়ার অনুমতি দেয়া হবে না। বেসরকারী ব্যবস্থাপনার হাজীদের সৌদি আরবে ব্যাংক হিসাব খুলতে হবে এবং তাদের ই-পেমেন্টের মাধ্যমে হোটেল এবং বাড়ি ভাড়া ও খাবারের মূল্য পরিশোধ করতে হবে। শিপ রিসাইক্লিং আইন ॥ মন্ত্রিসভায় বাংলাদেশ শিপ রিসাইক্লিং আইন-২০১৭ খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। এতে এই শিল্পের বিকাশের লক্ষ্যে কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রস্তাবিত আইনের ৪ ধারার আওতায় শিপ রিসাইক্লিং শিল্পের জন্য চট্টগ্রামে একটি অঞ্চল নির্ধারণ করা হবে এবং এবং এখানেই ইয়ার্ড নির্মাণ করতে হবে। এছাড়া এ শিল্পকে আন্তর্জাতিক ও প্রচলিত আইন মেনে চলতে হবে। এই শিল্পের তদারকির জন্য একজন অতিরিক্ত সচিবের নেতত্বে ১১ সদস্যের একটি নতুন বোর্ড গঠন করা হবে। এই বোর্ডে অতিরিক্ত সচিব চেয়ারম্যান এবং অন্য সদস্যগণ হবেন- শিল্প, বন ও পরিবেশ, শ্রম ও কর্মসংস্থান, বিদ্যুত, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়গুলো থেকে একজন করে প্রতিনিধি, জাতীয় রাজস্ব বোর্ড, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ এ্যাসোসিয়েশনের সভাপতি ও এই এ্যাসোসিয়েশন থেকে সরকার কর্তৃক মনোনীত ২ জন এবং বোর্ডের মহাপরিচালক। এই বোর্ড রিসাইক্লিং শিল্পের কর্মকা- তদারকি করবে। বছরে ৩ বার বোর্ডের সভা বসবে। সচিব বলেন, কেউ অনুমতি ছাড়া বা নির্ধারিত জোনের বাইরে ইয়ার্ড স্থাপন করলে তার সর্বোচ্চ ২ বছর জেল বা ১০ লাখ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দ- হতে পারে। এনওসি ছাড়া জাহাজ আমদানির ক্ষেত্রেও অনুরূপ শাস্তির বিধান রয়েছে। এছাড়া তীরে বা ডাঙ্গায় জাহাজ আনলে ও এনওসি ছাড়া রিসাইক্লিং করলেও একই জেল ও জরিমানার বিধান রয়েছে। তিনি বলেন, ভুয়া সনদ দিয়ে সুযোগ-সুবিধা নিলে সেক্ষেত্রে সর্বোচ্চ ৫ বছর জেল ও ৫ লাখ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত জরিমানা হবে। নেত্রকোনা ও জামালপুরে বিশ্ববিদ্যালয় হবে ॥ নতুন বিভাগ ময়মনসিংহের দুই জেলা নেত্রকোনা ও জামালপুরে রাষ্ট্রীয় অর্থায়নে দুটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে আইনের খসড়া অনুমোদন করেছে সরকার। এ আইনের আলোকে প্রধানমন্ত্রীর নামে নেত্রকোনায় হবে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়। আর জামালপুরে প্রধানমন্ত্রীর মায়ের নামে হবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে বর্তমানে ৩৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। নতুন দুটি বিশ্ববিদ্যালয় হলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হবে ৪০টি। বিশ্ববিদ্যায় দুটি প্রতিষ্ঠার লক্ষ্যে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০১৭’ এবং ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় আইন ২০১৭’ এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, জামালপুরের মেলান্দহ উপজেলায় বেসরকারী শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিশারিজ কলেজকে পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে। শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিশারিজ কলেজের ক্যাম্পাসে নয় একর জমি রয়েছে। নেত্রকোনাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সেখানে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। প্রথমে সেখানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করার কথা ভাবা হলেও পরে ‘জেনারেল’ বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত হয়।
×