ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অনাবাসিক নাগরিকরা ‘সঞ্চয় হিসাব’ খুলতে পারবেন

প্রকাশিত: ০৫:২০, ৩১ জানুয়ারি ২০১৭

অনাবাসিক নাগরিকরা ‘সঞ্চয় হিসাব’ খুলতে পারবেন

এখন থেকে অনাবাসিক নাগরিকগণ বৈদেশিক মুদ্রা সঞ্চয় হিসাব খুলতে পারবেন। সোমবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে সার্কুলার জারি করেছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের সকল অনাবাসিক নাগরিক এবং জন্মসূত্রে বাংলাদেশী, যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে কিংবা বিদেশে স্থায়ীভাবে বসবাস করছেন, তাদের ‘অনাবাসিক বৈদেশিক মুদ্রা সঞ্চয় (এনএফসিডি)’ হিসাব খোলার অনুমতি দেয়া হয়েছে। সংশ্লিষ্টরা অনুমোদিত ডিলারদের মাধ্যমে এ হিসাব খুলতে পারবেন। সার্কুলারে বলা হয়, হিসাবধারী ব্যক্তিগণ যতদিন ইচ্ছা ততদিন তাদের হিসাব পরিচালনা করতে পারবেন এবং বাংলাদেশে ফেরত আসার পর যোগ্য ব্যক্তিগণও যে কোন সময় এ রকম হিসাব খোলার অনুমতি পাবেন। -অর্থনৈতিক রিপোর্টার বেক্সিমকো পার্ক পরিদর্শন করলেন মার্কিন প্রতিনিধিরা বাংলাদেশের মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধিদল সম্প্রতি সাভারে অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেছে। প্রতিনিধিদলটিকে পার্কে স্বাগত জানিয়েছেন বেক্সিমকো লিমিটেডের প্রধান নির্বাহী এবং গ্রুপ পরিচালক সৈয়দ নাভেদ হুসেন। প্রতিনিধিদলটি উভেন ফ্যাব্রিক্স, ইয়ার্ন, ডিজিটাল প্রিন্টিং, ওয়াশিং প্ল্যান্ট, গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং, শাইনপুকুর সিরামিকসসহ ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিভিন্ন ইউনিট ঘুরে দেখে। বেক্সিমকো গ্রুপের পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ নাভেদ হুসেন বিশ্বের নেতৃস্থানীয় ভার্টিক্যাল ফ্যাশন এ্যাপারেল উৎপাদনকারী বেক্সিমকোর ব্র্যান্ড স্ট্যাটাস এবং আন্তর্জাতিক এমপ্লয়ার চয়েস হিসেবে সারা বিশ্বের সর্বোচ্চ মেধা আকর্ষণে বেক্সিমকোর অবস্থান প্রতিনিধিদলটির কাছে তুলে ধরেন। আন্তর্জাতিক ক্রেতারা বেক্সিমকোর পণ্য এবং এর উন্নত প্রযুক্তির প্রশংসা সবসময়ই করে আসছে বলে প্রতিনিধিদলটিকে জানান তিনি। -অর্থনৈতিক রিপোর্টার
×