ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রতিবছর ৬ মার্চ জাতীয় পাট দিবস

প্রকাশিত: ০৫:২০, ৩১ জানুয়ারি ২০১৭

প্রতিবছর ৬ মার্চ জাতীয় পাট দিবস

অর্থনৈতিক রিপোর্টার ॥ সোনালি আঁশ পাটের ঐতিহ্য ফেরাতে বিভিন্ন উদ্যোগের মধ্যে প্রতি বছর ৬ মার্চ জাতীয় পাট দিবস উদযাপনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারি হওয়া পরিপত্রের ‘খ’ ক্রমিকে অন্তর্ভুক্তকরণের প্রস্তাব অনুমোদন দেয়া হয়। নির্বাচনী এলাকায় মঙ্গলবার ব্যাংক বন্ধ অর্থনৈতিক রিপোর্টার ॥ জাতীয় সংসদের টাঙ্গাইল-৪ আসনে উপনির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় মঙ্গলবার ভোটের দিন সব তফসিলি ব্যাংকের শাখা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়, উপনির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় তফসিলি ব্যাংকের সব শাখা আজ মঙ্গলবার বন্ধ থাকবে। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে বলে এতে উল্লেখ করা হয়। ঢাকায় প্লাস্টিক মেলা বসছে ১৫ ফেব্রুয়ারি অর্থনৈতিক রিপোর্টার ॥ রাজধানী ঢাকায় আন্তর্জাতিক প্লাস্টিক, প্রিন্টিং, প্যাকেজিং ও মুদ্রণ শিল্প মেলা (আইপিএফ) এবং বাংলাদেশ আন্তর্জাতিক খাদ্য কারিগরি ও বেকারি শিল্প মেলার আয়োজন করা হয়েছে। আগামী ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ দুটি মেলা। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিপিজিএমইএ)। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১২তম বছরের মতো আয়োজিত এ দুটি মেলায় চার শতাধিক পণ্য প্রদর্শন করা হবে। ২ মিলিয়নেরও বেশি মানুষের কাছে টনিক গ্রামীণফোন ও টেলিনর হেলথের ডিজিটাল স্বাস্থ্যসেবা টনিক অতি সম্প্রতি দুই মিলিয়ন গ্রাহকের মাইলফলক স্পর্শ করেছে। বাংলাদেশের মানুষের স্বাস্থ্যসম্মত জীবনযাপনে সচেতন করে তুলতে এবং সুস্বাস্থ্য বিষয়ক নানা সুবিধা দিতে যাত্রা শুরু করে টনিক। শুরুর মাত্র এক বছরেরও কম সময়ের মধ্যে দুই মিলিয়নের এ মাইলফলক অর্জন করেছে ডিজিটাল স্বাস্থ্য সেবাদাতা প্রতিষ্ঠানটি। গত বছরের ডিসেম্বর মাসে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি ঘটে টনিকের। ৬ লাখ ৩৯ হাজারের বেশি গ্রামীণফোন গ্রাহক টনিক সদস্য হয়। প্রতিদিনের ভালো থাকা নিয়ে বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে টনিক গত নভেম্বরে ‘লেট’স মুভ বাংলাদেশ’ প্রচারণা চালায়। দুই মিলিয়ন গ্রাহক হবার ক্ষেত্রে এটাও গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে। রোগ প্রতিরোধ করে স্বাস্থ্যসম্মত জীবনযাপনে সচেতনতা বৃদ্ধিতে এবং এ নিয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণে টনিকের অভিনব ডিজিটাল ও মোবাইল চ্যানেল ব্যবহার করতে উদ্বুদ্ধ করতেই ‘লেট’স মুভ বাংলাদেশ’ প্রচারণা চালানো হয়। টনিকের প্রবৃদ্ধি ঢাকাসহ দেশের শহরাঞ্চলগুলোতে দ্রুতগতিতে ছড়িয়ে যাচ্ছে। -বিজ্ঞপ্তি
×