ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কক্সবাজার কাস্টমসে লক্ষ্যমাত্রার বেশি রাজস্ব আদায়

প্রকাশিত: ০৫:১৮, ৩১ জানুয়ারি ২০১৭

কক্সবাজার কাস্টমসে লক্ষ্যমাত্রার বেশি রাজস্ব আদায়

এইচএম এরশাদ, কক্সবাজার ॥ কক্সবাজারে হোটেল-মোটেল, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও ব্যবসায়ীরা ভ্যাট প্রদানে আগ্রহী হয়ে উঠেছে। জাতীয় রাজস্ব বোর্ডের নির্ধারণ করে দেয়া লক্ষ্যমাত্রার চেয়ে ৮ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেছে কক্সবাজার কাস্টমস্ কর্তৃপক্ষ। ভ্যাট প্রদানে ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধিকরণ ব্যবস্থা নেয়ায় এ সফলতা অর্জন করা সম্ভব হয়েছে বলে জানা গেছে। কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কক্সবাজার বিভাগের সহকারী কমিশনার আলমগীর হোসেন প্রতি মাসে দুয়েকবার বৈঠকে বসেন ব্যবসায়ীদের সঙ্গে। খোঁজখবর নেন তাদের ব্যবসা-বাণিজ্যের। নিয়ম অনুসারে রাজস্ব-ভ্যাট প্রদান করলে ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা পরিচালনা করতে পারে বলে তাদের অবহিত করেন। সূত্রে জানা যায়, কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কক্সবাজার বিভাগের আওতাধীন এলাকার বিভিন্ন শিল্প-ব্যবসা প্রতিষ্টান ও আমদানি-রফতানি খাতে গত ছয় মাসে প্রায় ৩৫ কোটি টাকার রাজস্ব আদায় করতে সক্ষম হয়েছে কাস্টমস্। ২০১৬-১৭ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কক্সবাজার বিভাগের জন্য গত ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) পর্যন্ত রাজস্ব আদায়কল্পে টার্গেট (লক্ষ্যমাত্রা) নির্ধারণ করে দিয়েছে ২৬ কোটি ৬৯ লাখ ৬৫ হাজার টাকা। রাজস্ব কর্মকর্তাগণ ব্যাপক তৎপরতা চালিয়ে রাজস্ব আদায় করতে সক্ষম হয়েছে ৩৪ কোটি ৩৫ লাখ ৩৫ হাজার টাকা। যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চাইতে আরও প্রায় ৮ কোটি টাকা বেশি। কাস্টমস্ কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টায় রাজস্ব আদায় করা সম্ভব হয়েছে ২৫ কোটি ৪৭ লাখ ৮১ হাজার টাকা। কাল শুরু হচ্ছে বেসিস সফটএক্সপো অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামীকাল ১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী বেসরকারী খাতের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রদর্শনী ‘বেসিস সফটএক্সপো’। ‘ফিউচার ইন মোশন’ প্রতিপাদ্য নিয়ে রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১১তম এ মেলার আয়োজন করছে তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ বাণিজ্যিক সংগঠন বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। প্রদর্শনীতে দেশ-বিদেশের সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক আইটি সংগঠন, স্থানীয় সফটওয়্যার কোম্পানির শতাধিক প্রতিষ্ঠান তাদের তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবার প্রদর্শন করবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং তথ্য ও যোগযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
×