ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাণিজ্যমেলা চলবে শনিবার পর্যন্ত

প্রকাশিত: ০৫:১৭, ৩১ জানুয়ারি ২০১৭

বাণিজ্যমেলা চলবে শনিবার পর্যন্ত

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার সময় চার দিন বাড়ানো হয়েছে। আগামী শনিবার (৪ ফেব্রুয়ারি) সমাপ্ত হবে এ মেলার। সোমবার বিকেলে আয়োজক সংস্থা রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) বোর্ডসভায় মেলার সময় চার দিন বাড়ানোর সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। জানুয়ারি মাসের ৩১ তারিখে মেলা শেষ হওয়ার কথা ছিল। সোমবার রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবির) বোর্ডসভার পর এ সিদ্ধান্ত সাংবাদিকদের জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে মেলার মেয়াদ চার দিন বাড়ানো হয়েছে। অতিরিক্ত এ চার দিনের ফিও জমা দিয়েছেন তারা।’ ইপিবির আয়োজনে প্রতি বছরের মতো এবারও ১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেলা উদ্বোধন করেন। এবার এ মেলার ২২তম আসর। বাংলাদেশ ছাড়াও ২০টি দেশের ব্যবসায়ীরা এবারের মেলায় অংশ নিচ্ছেন। মেলায় এবার ১৩টি ক্যাটাগরিতে মোট ৫৭৭টি প্যাভিলিয়ন ও স্টল রয়েছে। এর মধ্যে বিদেশী প্রতিষ্ঠানের স্টল রয়েছে ৪৮টি। ছুটির দিনগুলোতে মেলায় ব?্যাপক ভিড় দেখা যাচ্ছে। এর আগে ২০১৫ সালে দেশে টানা হরতাল-অবরোধসহ রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল ছিল। তাই স্বাভাবিকভাবে ক্রেতা-দশনার্থীরা বাণিজ্যমেলায় যেতে পারেননি। সে কারণে স্টল-প্যাভিলিয়ন মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট সময়ের চেয়ে মেলার মেয়াদ ১০ দিন বাড়ানো হয়েছিল। কিন্তু গত বছর ছিল ভিন্নচিত্র। দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকায় ব্যবসায়ীদের দাবি সত্ত্বেও সময় বাড়ায়নি ইপিবি। উল্লেখ্য, বর্ধিত সময় অনুযায়ী ১ জানুয়ারি থেকে শুরু হওয়া এ মেলা চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। এবারের মেলায় প্রবেশমূল্য ধরা হয়েছে (পূর্ববর্তী তিন বছরের মতো) প্রাপ্তবয়স্কদের জন্য জনপ্রতি ৩০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য জনপ্রতি ২০ টাকা।
×