ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে আসছে যোগাযোগ মাধ্যম স্ন্যাপ

প্রকাশিত: ০৫:১৫, ৩১ জানুয়ারি ২০১৭

পুঁজিবাজারে আসছে যোগাযোগ মাধ্যম স্ন্যাপ

চলতি বছরই পুঁজিবাজারে আসতে যাচ্ছে ছবি আদান-প্রদানভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম স্ন্যাপ। এ বছরের মার্চেই প্রতিষ্ঠানটি বাজারে ঢুকবে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি। তবে এর পূর্ব পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগকারীদের সঙ্গে কথাবার্তার জন্য ৯ সপ্তাহের সময় নির্ধারণ করেছে তারা। মরগান স্ট্যানলি ও গোল্ডম্যান স্যাকস নামের দুই বিনিয়োগকারী প্রতিষ্ঠান এই আইপিও পরিচালনা করবে বলে জানা গেছে। সার্বজনীনভাবে প্রতিষ্ঠানটির অর্থায়ন এবং মূল ব্যবসায়ের একটি ধারণা দেয়া হচ্ছে, পাশাপাশি ৫ বছর আগে গড়ে ওঠা স্ন্যাপ প্রতিষ্ঠানটির মূল্য এই আইপিওর মাধ্যমে ২৫০০ কোটি মার্কিন ডলার হতে পারে। তবে যদি চাহিদা বেড়ে থাকে তবে প্রতিষ্ঠানটি মুনাফার মাধ্যমে আরও বেশি অর্থ মজুদ করতে পারবে। -অর্থনৈতিক রিপোর্টার ফরচুন সুজের ইপিএস বেড়েছে ৪৪ শতাংশ তালিকাভুক্ত চামড়া খাতের ফরচুন সুজ লিমিটেড চলতি হিসাব বছরের প্রথম ভাগের (জুলাই ১৬-ডিসেম্বর ১৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রবিবার অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনটির অনুমোদন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, অর্ধবার্ষিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৮ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৬৮ পয়সা। দেখা যাচ্ছে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস আলোচিত সময়ে ৪৪ শতাংশ বেড়েছে। এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪ টাকা ২৩ পয়সা এবং শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২১ পয়সা। এদিকে প্রথম ভাগের শেষ তিন মাসে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর ২০১৬ পর্যন্ত ইপিএস হয়েছে ৫৫ পয়সা। এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২৮ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার
×