ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুদ্রানীতি নিয়ে উদ্বেগের কিছু নেই

প্রকাশিত: ০৫:১৫, ৩১ জানুয়ারি ২০১৭

মুদ্রানীতি নিয়ে উদ্বেগের কিছু নেই

অর্থনৈতিক রিপোর্টার ॥ নতুন মুদ্রানীতি বিনিয়োগবান্ধব এবং এতে পুঁজিবাজার নিয়ে নেতিবাচক তেমন কিছু নেই। তাই মুদ্রানীতি নিয়ে যে কোন ধরনের উদ্বেগ অযৌক্তিক ও অর্থহীন। তাদের মতে, খুব দ্রুতই বিনিয়োগকারীদের মনের ভীতি কমে যাবে এবং বাজার স্বাভাবিক আচরণ করবে। উল্লেখ্য, রবিবার ও সোমবার মুদ্রানীতির ঘোষণার ডিএসইর সার্বিক সূচক ১১৮ ও ৮০ পয়েন্ট কমেছে। অর্থাৎ দুদিনে ডিএসইতে মোট ১৯৮ পয়েন্ট কমেছে। এটিকে কোনভাবেই স্বাভাবিক বলে মানতে পারছেন না বাজার সংশ্লিষ্টরা। এর আগে রবিবার চলতি ২০১৬-১৭ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন ২০১৭) জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ঘোষিত মুদ্রানীতিতে বড় কোন পরিবর্তন নেই। তবে মুদ্রানীতি ঘোষণাকালে গবর্নর ফজলে কবির পুঁজিবাজার সম্পর্কে কিছু সতর্কতার কথা বলেছেন। তিনি বলেছেন, বাজার ফের গতিশীল হচ্ছে। এমন অবস্থায় মনিটরি বাড়ানো জরুরী, যাতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত না হন। মুদ্রানীতি নিয়ে স্নায়ুর চাপে থাকা সাধারণ বিনিয়োগকারীদের অনেকে গবর্নরের সতর্কবার্তার ভুল ব্যাখ্যা করেন। এর প্রভাবে বাজারে তীব্র দরপতন হয়। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১১৮ পয়েন্ট বা প্রায় ২ শতাংশ কমে যায়। সাম্প্রতিক সময়ে এটিই একদিনে সর্বোচ্চ দর পতন। সোমবারও দিনভর ওঠানামা শেষে ডিএসইর সার্বিক সূচকটির প্রায় ৮০ পয়েন্ট কমে যায়। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদ বলেন, মুদ্রানীতি যেহেতু আগের মতোই আছে, তাই এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। আমার মনে হয় বাংলাদেশ ব্যাংকের গবর্নর ঠিকই বলেছেন। মার্জিন ঋণ ও উচ্চ পিই রেশিওধারী শেয়ারের ক্ষেত্রে রেগুলেটরদের সতর্ক থাকতে হবে। এটি না হলে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন। ডিএসইর সাবেক প্রেসিডেন্ট ও পরিচালক রকিবুর রহমানও মনে করেন, ঘোষিত মুদ্রানীতিতে পুঁজিবাজারের জন্য ক্ষতিকর কোনো উপাদান নেই। তবে গবর্নরের বক্তব্য উপস্থাপনের ধরন নিয়ে তিনি কিছুটা হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, বাজারে মনিটরিং বাড়ানোর গুরুত্ব তুলে ধরতে গিয়ে তিনি (গবর্নর) এমনভাবে কথা বলেছেন, যাতে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, পুঁজিবাজার নিয়ে কোনো কথা বলার সময় এই বাজারের সংবেদনশীলতার বিষয়টি মাথায় রাখার আহ্বান জানান। ঢাকা ব্রোকারেজ এ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমেদ সাদেক বলেন, গুজবে ও হুজুগে কিছু বিনিয়োগকারী না বুঝেই শেয়ার বিক্রি করছেন।
×