ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে টানা চার দিন সূচক কমল

প্রকাশিত: ০৫:১৪, ৩১ জানুয়ারি ২০১৭

পুঁজিবাজারে টানা চার দিন সূচক কমল

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবারও মূল্যসূচকের বড় দরপতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমেছে ৭৯ পয়েন্ট। ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে। এই নিয়ে টানা চারদিনের মতো বাজারে সূচক কমেছে। তবে মুদ্রানীতির ঘোষণার দিন রবিবার ও সোমবারে দুই দিনে ডিএসইতে মোট ১৯৮ পয়েন্ট কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে এক হাজার ৭৪ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৬২ কোটি ৬৩ লাখ টাকা কম। রবিবার ডিএসইতে এক হাজার ১৩৭ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। আইডিএলসি ইনভেস্টমেন্টের প্রতিদিনের বাজার পর্যালোচনায় বলা হয়েছে, সোমবারে টানা চতুর্থ দিনের মতো সূচক কমেছে মূলত বিনিয়োগকারীদের দ্রুত মুনাফা তোলার প্রবণতার কারণে। জানুয়ারি মাসের পুরো সময়ে সূচকের উর্ধগতির পর শেষে এসেছে বিনিয়োগকারীদের মুনাফা তোলার চাপ চোখে পড়েছে। ফলে আগের দিনের চেয়ে ডিএসইতে লেনদেনও কমেছে ৫.৫ শতাংশ। ফলে ডিএসইতে আগের দিনের চেয়ে কমে ১ হাজার ৭০ কোটি টাকার লেনদেন হয়েছে। দিনটিতে ২.৮০ শতাংশ দর হারালেও ব্যাংক খাতটি মোট লেনদেনের ১৮.২০ শতাংশ দখল করেছে। অন্যদিকে বার্জার পেইন্টসের ১.১ শতাংশ দরবৃদ্ধিতের সার্বিকভাবে বিবিধ খাতটির দরবৃদ্ধির শীর্ষ স্থান দখল করেছে। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ২৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৭৯ পয়েন্ট কমে ৫ হাজার ৪২১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৬০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ৯৭৮ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বারাকা পাওয়ার, আরএসআরএম স্টিল, ইসলামী ব্যাংক, বেক্সিমকো, লঙ্কা বাংলা ফাইন্যান্স, সাইফ পাওয়ার টেক, স্কয়ার ফার্মা, শাশা ডেনিমস, ন্যাশনাল ব্যাংক ও ইফাদ অটোস। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : বারাকা পাওয়ার, রহিম টেক্স, শাশা ডেনিমস, এমবিএল মিউচুয়াল ফান্ড, ফাইন ফুডস, সিমটেক্স, ইস্টার্ন হাউজিং, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড, জাহিন টেক্স ও ন্যাশনাল টিউবস। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : পেনিনসুলা চট্টগ্রাম, ফারইস্ট নিটিং এ্যান্ড ডাইং, প্রাইম আইসিবি মিউচুয়াল ফান্ড, আরএসআরএম স্টিল, জেমিনি সী ফুড, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ও সাউথ ইস্ট ব্যাংক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৭১ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৬২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ১৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির।
×