ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কলকাতার আন্তর্জাতিক কর্মশালায় বিশ্বজিৎ রায়

প্রকাশিত: ০৫:১২, ৩১ জানুয়ারি ২০১৭

কলকাতার আন্তর্জাতিক কর্মশালায় বিশ্বজিৎ রায়

সংস্কৃতি ডেস্ক ॥ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে গত বছর ২২-২৪ নবেম্বর আন্তর্জাতিক ওয়ার্কশপের অংশ নেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী বিশ্বজিৎ রায়। রবীন্দ্র ভারতী বিশ^বিদ্যালয়ের কণ্ঠ সঙ্গীত বিভাগ এ কর্মশালার আয়োজন করে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলন করে কর্মশালার উদ্বোধন করেন বিশ্বজিৎ রায়। উদ্বোধনী ‘রাধা রমনের সঙ্গীত’ বিষয়ে প্রশিক্ষণ দেন তিনি। এছাড়া ওইদিন তিন ঘণ্টাব্যাপী সঙ্গীত পরিবেশন করেন তিনি। ২২ নবেম্বর শিশির মঞ্চে ‘মাদল’ ও ‘বাহিরানা’র যৌথ আয়োজনে সঙ্গীত পরিবেশন করেন। এছাড়া ২৩ নবেম্বর আকাশ বাণী রেডিওর জন্য তার গাওয়া রাধারমণের ১০টি গান ও সাক্ষাতকার রেকর্ড করা হয়।
×