ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এসএজি এ্যাওয়ার্ডস জিতল ‘হিডেন ফিগারস’

প্রকাশিত: ০৫:১০, ৩১ জানুয়ারি ২০১৭

এসএজি এ্যাওয়ার্ডস জিতল ‘হিডেন ফিগারস’

সংস্কৃতি ডেস্ক ॥ ‘হিডেন ফিগারস’ চলচ্চিত্রের অভিনয়শিল্পীরা স্ক্রিন এ্যাক্টরস গিল্ড (এসএজি) এ্যাওয়ার্ডসের ২৩তম আসরের সর্বোচ্চ পুরস্কার জিতেছে। রবিবার লস এ্যাঞ্জেলেসে এ ঘোষণায় চমকে গেছেন সবাই। ‘ম্যানচেস্টার বাই দ্য সি’, ‘মুনলাইট’, ‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক’ ও ‘ফেনসেস’ চলচ্চিত্রগুলোকে হটিয়ে এসএজি এ্যাওয়ার্ডসে সেরা হলো ‘হিডেন ফিগারস’। চলচ্চিত্রের মূল অভিনেত্রী টারাজি পি হেনসন পুরস্কার হাতে পেয়ে বলেছেন, জাতি ও বর্ণের পার্থক্য সরিয়ে রেখে আমরা এক কাতারে দাঁড়ালে কী ঘটে এটা সেই স্মরণীয় গল্প। এই নারীদের প্রশংসা করার জন্য ধন্যবাদ। তারা আর ‘হিডেন ফিগারস’ নেই। গোটা পৃথিবী তাদের জানে। থিওডোর মেলফি পরিচালিত ‘হিডেন ফিগারস’ চলচ্চিত্রের গল্প ষাটের দশকের তিন কৃষ্ণাঙ্গ নারী গণিতবিদকে ঘিরে। আফ্রিকান-আমেরিকানদের গল্প নিয়ে অগাস্ট উইলসনের পুরস্কৃত মঞ্চনাটক অবলম্বনে নির্মিত ‘ফেনসেস’ চলচ্চিত্রের জন্য এ সম্মান পেলেন তিনি। একই ছবির সুবাদে সেরা পার্শ্ব অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন ভায়োলা ডেভিস। ‘লা লা ল্যান্ড’ ছবিতে হলিউডের উচ্চাকাক্সক্ষী অভিনয়শিল্পী চরিত্রে মনকাড়া নৈপুণ্যের জন্য সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন এমা স্টোন। কমেডি সিরিজ ‘ভিপ’-এর সেরা অভিনেত্রীর পুরস্কারজয়ী জুলিয়া লুইস- ড্রেফাস বলেছেন, আমি দেশকে ভালবাসি। কিন্তু অভিবাসী নিষিদ্ধ করার এই পদক্ষেপ আমাদের জন্য কলঙ্ক। এটা অমার্কিনী কাজ। এবারের এসএজি এ্যাওয়ার্ডসে আজীবন সম্মাননা পেয়েছেন অভিনেত্রী লিলি টমলিন। তার হাতে পুরস্কার তুলে দেন গায়িকা অভিনেত্রী ডলি পার্টন।
×