ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ বিমানের প্যাকেজ ঘোষণা

প্রকাশিত: ০৫:০৬, ৩১ জানুয়ারি ২০১৭

বাংলাদেশ বিমানের প্যাকেজ ঘোষণা

স্টাফ রিপোর্টার ॥ ৫ হাজার টাকায় বিজনেস ক্লাসের প্যাকেজ ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চট্টগ্রাম ও সিলেট রুটে বিজনেস ক্লাসে বিশেষ এই অফার ঘোষণা করছে রাষ্ট্রায়ত্ত এই এয়ারলাইন্সটি। বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক শাকির মেরাজ জানান, চট্টগ্রাম-ঢাকা রুটে ওয়ানওয়ে ৫ হাজার ৫শ’ এবং ঢাকা-সিলেট ও সিলেট-ঢাকা রুটে ওয়ানওয়ে ৫ হাজার টাকায় টিকেট ক্রয় সুবিধা অফার দেয়ার প্রধান কারণ উন্নত গ্রাহক সেবা। সৈয়দপুর, যশোর ও বরিশাল রুটেও ইকোনমি ক্লাসে বিশেষ অফার ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এখন থেকে বরিশাল রুটে ওয়ানওয়ে সর্বনিম্ন দুই হাজার সাতশ টাকা, যশোর রুটে ওয়ানওয়ে সর্বনিম্ন দুই হাজার নয়শ টাকা এবং সৈয়দপুর রুটে ওয়ানওয়ে সর্বনিম্ন দুই হাজার সাত শ’ টাকা। বিএসএমআর মেরিটাইম ভার্সিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সুবিধাবঞ্চিত, অসহায় ও গৃহহীন দরিদ্রদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশ। এরই অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর পল্লবীর অস্থায়ী ক্যাম্পাসে সুবিধাবঞ্চিত, অসহায় ও গৃহহীন দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর রিয়ার এডমিরাল এ এস এম আব্দুল বাতেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ফ্যাকাল্টিসমূহের ডিন, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন। ভিসি দেশের দারিদ্র্যসীমার হার শূন্যের কোটায় নামিয়ে আনা এবং উন্নত ও সমৃদ্ধ অর্থনীতি অর্জনে বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক অবদান রাখার আশাবাদ ব্যক্ত করেন। তিনি সেই দিনের স্বপ্নের কথা ব্যক্ত করেন যেদিন দেশে শীতবস্ত্র বিতরণের জন্য দরিদ্র মানুষ পাওয়া কষ্টকর হবে। কর্মসূচীর মাধ্যমে প্রায় ১০০-১২০ জন সুবিধাবঞ্চিত, অসহায় ও গৃহহীন দরিদ্রদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়। -বিজ্ঞপ্তি
×