ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গ্রীন ভার্সিটিতে ওরিয়েন্টেশন প্রোগ্রাম

প্রকাশিত: ০৫:০৬, ৩১ জানুয়ারি ২০১৭

গ্রীন ভার্সিটিতে ওরিয়েন্টেশন প্রোগ্রাম

গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ স্প্রিং সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম মঙ্গলবার উপাচার্য প্রফেসর ড. মোঃ গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। ওরিয়েন্টেশন প্রোগ্রামে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে অবহিত করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. জেনারেল মোঃ মইনুল ইসলাম (এলপিআর) স্বাগত বক্তব্যে বিশ^বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজের অগ্রগতি, শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম, বিশ^বিদ্যালয়ের বিভিন্ন নিয়ম-কানুন ও অর্জন সম্পর্কে নবীন শিক্ষার্থীদের অবহিত করেন। এছাড়াও বিশ^বিদ্যালয়ের ট্রেজারার মোঃ শহীদ উল্লাহ, গ্রীন বিজনেস স্কুলের ডিন প্রফেসর ড. গোলাম আহমেদ ফারুকী, এ্যাডভাইজার প্রফেসর এম এম খান এবং সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. মোঃ ফয়জুর রহমান নতুন শিক্ষার্থীদের গ্রীন ইউনিভার্সিটিতে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন। -বিজ্ঞপ্তি বিডিএস কোর্সের পরিচিতিমূলক ক্লাস ২ ফেব্রুয়ারি ২০১৬-২০১৭ ইং শিক্ষাবর্ষে শহীদ সোহ্্রাওয়ার্দী মেডিক্যাল কলেজ, শেরে বাংলা নগর, ঢাকায় ১ম বর্ষে ভর্তিকৃত বিডিএস কোর্সের ছাত্র-ছাত্রীদের পরিচিতিমূলক ক্লাস আগামী ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় শহীদ সোহ্্রাওয়ার্দী মেডিক্যাল কলেজের ৫ম তলায় অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সকল শিক্ষককে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। বিডিএস কোর্সের পরিচিতিমূলক ক্লাস সমাপনীর পর আগামী ৪ ফেব্রুয়ারি শনিবার হতে নিয়মিত ক্লাস চালু হবে। -বিজ্ঞপ্তি রোস্টার বদলাল এমিরেটস ৭টি মুসলিম দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারির প্রভাব পড়তে শুরু করেছে বিশ্বের নামীদামী এয়ারলাইন্সগুলোর ওপর। এমিরেটস পাইলট ও এয়ারহোস্টেসদের কর্মসূচী (রোস্টার) পরিবর্তন করেছে। কারণ এমিরেটসের অনেক কর্মীই এই ৭টি দেশের নাগরিক। বলা হয়েছে, যে সব বিমানকর্মী ওই ৭ দেশের নাগরিক, তারাও আমেরিকায় ঢুকতে পারবেন না। -আজকাল নোট বাতিলের প্রভাব শুরু হয়েছে ৪১তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। প্রতিবারের মতো এবারও জমজমাট বইমেলা প্রাঙ্গণ। এবারের বইমেলার থিম কোস্টা রিকা। তবে নোট বাতিলের প্রভাব পড়েছে বইমেলায়। একাধিক প্রকাশক ও বিক্রেতার মতে এবার কাটতি কমেছে। কার্ডে পেমেন্টের সুবিধা না থাকায় ফেরাতে হচ্ছে অনেক ক্রেতাকেই। তবে বই বিক্রিতে খানিক ভাটা পড়লেও বইপ্রেমী হাজার হাজার মানুষের উৎসাহে কোন ভাটা পড়েনি এ মেলায়। - আনন্দবাজার
×