ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিচারপতি আবু সাঈদ চৌধুরীর ৯৫তম জন্মবার্ষিকী আজ

প্রকাশিত: ০৫:০৫, ৩১ জানুয়ারি ২০১৭

বিচারপতি আবু সাঈদ চৌধুরীর ৯৫তম জন্মবার্ষিকী আজ

জাতীয় বীর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক রাষ্ট্রপতি, জাতিসংঘ মানবাধিকার কমিশনের সাবেক সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, হাইকোর্টের সাবেক বিচারপতি ও সাবেক এ্যাডভোকেট জেনারেল আবু সাঈদ চৌধুরীর পঁচান্নব্বইতম জন্মবার্ষিকী মঙ্গলবার। এ উপলক্ষে বিচারপতি আবু সাঈদ চৌধুরী জাতীয় স্মৃতি সংসদ স্মরণসভার আয়োজন করেছে। বিচারপতি চৌধুরী ১৯২১ সালের ৩১ জানুয়ারি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ীতে জন্মগ্রহণ করেন। বিচারপতি চৌধুরী ১৯৭১-এর ১৫ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্রকে পাকিস্তানী হানাদারবাহিনী হত্যার করার প্রতিবাদে উপাচার্যের পদে ইস্তফা দেন। পরবর্তীকালে মুজিবনগরে গঠিত প্রবাসী বাংলাদেশ সরকারের বিশেষ প্রতিনিধি হিসেবে মুক্তিসংগ্রামের স্বপক্ষে বিশ্ব জনমত গঠনে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭২-এর ১২ জানুয়ারি হতে ১৯৭৩-এর ২৪ ডিসেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। -বিজ্ঞপ্তি এনএসইউতে মাদকের ভয়াবহ প্রভাবের ওপর সেমিনার মাদক এবং দুর্নীতি সামাজিক ব্যাধি। মাদক যেমন একটি সম্ভাবনাময় জীবনকে গ্রাস করে, তেমনি একটি সুখি পরিবারকে ধ্বংস করে দেয়। মাদক দুর্নীতিকে ত্বরান্বিত করে, সমাজ ও দেশের উন্নতিকে বাধাগ্রস্ত করে। তাই মাদক এবং দুর্নীতিকে ‘না’ বলুন। সামাজিক সচেতনতা, গণপ্রতিরোধ এবং মাদকাসক্তদের পুনর্বাসনের মাধ্যমে যুব সমাজকে রক্ষা করা আমাদের দায়িত্ব। এব্যাপারে সবার সম্মিলিত উদ্যোগ একান্ত প্রয়োজন। ২৯ জানুয়ারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ) মিলনায়তনে মাদকের ভয়াবহ প্রভাব এবং দুর্নীতি শীর্ষক বিশেষ সেমিনারে বক্তারা এসব কথা বলেন। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদপ্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার নানা দিকনির্দেশনা দেন। আমন্ত্রিত অতিথিদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৫০০ শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। তিনি বলেন, ‘যার যার নীতি থেকে দূরে সরে যাওয়াটাই দুর্নীতি’। সম্মানিত অতিথি হিসেবে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এনএসইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, ট্রাস্টি সদস্য মোঃ শাহজাহান, মোঃ আবুল হাশেম, মাদকদ্রব্য এবং নেশা নিরোধ সংস্থার (মানাস) সভাপতি খন্দকার রাকিবুর রাহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক ডঃ অরুপ রতন চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম সভাপতির বক্তব্যে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সকলকে এগিয়ে আসতে হবে এবং নতুন প্রজন্মকে মাদকমুক্ত সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ হতে হবে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ধূমপান ও মাদকমুক্ত একটি প্রতিষ্ঠান। =বিজ্ঞপ্তি
×