ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অ ন্য র ক ম

প্রকাশিত: ০৪:৫৯, ৩১ জানুয়ারি ২০১৭

অ ন্য র ক ম

ক্ষুধার্ত শিশুকে বাঁচাল কুকুর ওমানের রাস্তায় খাবারের খোঁজে ডাস্টবিনের চারিদিকে ঘুরছিল একটি কুকুর। খাবারের খোঁজ করতে করতে হঠাৎ দেখতে পায় তিনদিনের এক সদ্যোজাতক শিশু। ক্ষুধার্ত কুকুরটি শিশুটিকে মুখে তুলে নেয়। শিশুটিকে একটি বাড়ির দরজার সামনে গিয়ে রাখে। এরপর চিৎকার করতে থাকে। কুকুরের চিৎকার শুনেই বাড়ির মালিক দরজা খুলে শিশুটিকে কোলে তুলে নেয়। মৃতপ্রায় শিশুটিকে পুনর্জন্ম দিয়ে আবার খাবারের খোঁজ শুরু করে দেয় ওই কুকুরটি। নিজে ক্ষুধার্ত হলেও, দুধের শিশুটির দেহে একটি কামড়ও দেয়নি। -সাউথ টিপস মরুভূমিতে সেøজ গাড়ি আফ্রিকা মহাদেশের সাহারা মরুভূমিতে এক মিটার পুরু বরফ পড়েছে। এতে দুর্ভোগে পড়েছে স্থানীয়রা। সেজন্য সেøজ গাড়িতে চড়ে যাতায়াত করছেন তারা। বড়দিনের আগেই আইন সেফ্রায় বরফ পড়তে দেখা গিয়েছিল। ৩৭ বছর পর এই প্রথমবার বরফের কুঁচি দেখা যায়। বরফের জন্য রাস্তাঘাট পিচ্ছিল হয়ে গাড়ি চলাচল করতে সমস্যা দেখা দেয়। তাই বাধ্য হয়েই সেøজ গাড়ি চালিয়ে কাজকর্ম করছে লোকজন। এর আগে ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি আইন সেফ্রায় বরফ পড়েছিল। তবে সে সময় মাত্র ত্রিশ মিনিট তুষারঝড় হয়। এ্যাটলাস পর্বতশ্রেণী দিয়ে ঘেরা আইন সেফ্রা সমুদ্রপৃষ্ঠ থেকে এক হাজার মিটার ওপরে। এই শহরটিই হলো সাহারার অন্যতম প্রবেশপথ। -আলজাজিরা
×