ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে স্কুলছাত্রের খুনীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৪:৫৪, ৩১ জানুয়ারি ২০১৭

বরিশালে স্কুলছাত্রের খুনীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সাইদুর রহমান হৃদয়ের হত্যাকারীদের ফাঁসির দাবিতে সোমবার বেলা এগারোটায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্কুলের শিক্ষার্থীরা। নগরীর বিভিন্ন স্কুলের কয়েক শ’ শিক্ষার্থীদের অংশগ্রহণে অশি^নী কুমার টাউন হলের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা ব্যানার ও প্ল্যাকার্ডে হৃদয় হত্যাকারীদের গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং খুনীদের ফাঁসির দাবি করেন। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন বরিশাল সরকারী জিলা স্কুল, মডেল স্কুল এ্যান্ড কলেজ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারী মাধ্যমিক বিদ্যালয় এবং শহীদ আরজুমনি সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের কয়েক শ’ শিক্ষার্থী। এ সময় হৃদয়ের সহপাঠীরা বলেন, হৃদয় মেধাবী ছাত্র ছিল এবং সে সংঘর্ষ করার মতো ছাত্র নয়। যৌন হয়রানির প্রতিবাদ করায় বখাটেরা তাকে কুপিয়ে হত্যা করে। বক্তারা হৃদয়ের হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবি করেন। এ সময় হৃদয় হত্যায় আবেগ আপ্লুত হয়ে শিক্ষার্থীরা কাঁদতে থাকেন। উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে নয়টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর মেধাবী ছাত্র সাইদুর রহমান হৃদয় গাজীকে পরেশ সাগর মাঠে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে কিশোর সন্ত্রাসীরা। শিক্ষকদের প্রশিক্ষণ বাকৃবি সংবাদদাতা ॥ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের নিয়ে ‘পাঠাদানের পদ্ধতি ও কৌশল’ শীর্ষক চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সোমবার সকাল ১০টায় বাকৃবির গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) শেণীকক্ষে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলী আকবর। জিটিআই পরিচালক অধ্যাপক ড. এম মোজাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মনোরঞ্জন দাস, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. মঞ্জুরুল আলম ও জিটিআইয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। আলোকিত আমতলী পৌরশহর নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৩০ জানুয়ারি ॥ পৌর শহরের সড়কগুলো অন্ধকার থেকে আলোকিত করার জন্য ২০১৫-১৬ অর্থবছরে বিএমডিএফের অর্থায়নে ৫০০টি এলইডি বৈদ্যুতিক লাইনের জন্য ৪ কোটি এবং সিসিপিএফের অর্থায়নে ৮৯টি সোলার প্যানেল লাইট স্থাপনের জন্য ১ কোটি ২২ লাখ টাকা বরাদ্দ হয়। ইতোমধ্যে অত্যাধুনিক ৮৯টি সোলার প্যানেল এবং বৈদ্যুতিক লাইনের ২০০টি পিলারে এলইডি লাইট স্থাপনের কাজ শেষ হয়েছে। সোলার প্যানেল ও বৈদ্যুতিক এলইডি লাইটের আলোতে পৌর শহরে আলাদা বৈচিত্র্য এনে দিয়েছে। সন্ধ্যার সঙ্গে সঙ্গে এলইডি লাইটের আলোতে পৌরশহর আলোকিত হয়ে উঠে। বিদ্যুত চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সোলার প্যানেলের এলইডি লাইটের আলোতে পৌর শহর আলোকিত করে রাখে।
×