ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজশাহী খামারে মুরগি চুরি নিয়ে হুলস্থূল ॥ ডিডি অবরুদ্ধ

প্রকাশিত: ০৪:৫৩, ৩১ জানুয়ারি ২০১৭

রাজশাহী খামারে মুরগি চুরি নিয়ে হুলস্থূল ॥ ডিডি অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীহাটে অবস্থিত আঞ্চলিক হাঁস-মুরগি খামারের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ফাউমি জাতের অর্ধশতাধিক মুরগি চুরির অভিযোগ উঠেছে। রবিবার সন্ধ্যায় সেখান থেকে জবাই করা ৪৩ মুরগি উদ্ধার করা হয়েছে। এ নিয়ে হুলস্থূল কা- ঘটেছে সরকারী ওই খামারে। ঘটনার প্রতিবাদে এলাকাবাসী খামারের উপ-পরিচালক একেএম গোলাম কাদির ও পোল্ট্রি জেনেটিস ড. হুমায়ন কবীরকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে সোমবার সকাল থেকে প্রকাশ্যে মুরগি বিক্রি শুরু হয়েছে। পুলিশ জানান, এই খামার থেকে ফাউমি জাতের লেয়ার মুরগি সোমবার সরকারী নিয়ম অনুযায়ী ১৫০ টাকা দরে বিক্রি করার ঘোষণা ছিল। তবে আগেরদিন রবিবার সন্ধ্যায় খামারে মুরগি বিক্রির খোঁজখবর নিতে যায় এলাকাবাসী। এ সময় তারা দেখেন কয়েকজন কর্মচারী সেড থেকে মুরগি নিয়ে জবাই করে বস্তায় ভরছে। এ সময় এলাকাবাসী হাতেনাতে জবাই করা ৪৩টি মুরগি জব্দ করে উপ-পরিচালকের কাছে যায়। এ সময় তারা প্রায় দুইঘণ্টা উপ-পরিচালক ও পোল্ট্রি জেনেটিসকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খামারের উপ-পরিচালক একেএম গোলাম কাদির বলেন, কর্মচারীরা নিজেরাই মুরগিগুলো কিনে নিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য জবাই করেছে। তবে মুরগি বিক্রির টাকা জমা হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তর দিতে পারেননি উপ-পরিচালক।
×