ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইউপি চেয়ারম্যান দিলুকে গ্রেফতার দাবি আওয়ামী লীগের

প্রকাশিত: ০৪:৫৩, ৩১ জানুয়ারি ২০১৭

ইউপি চেয়ারম্যান দিলুকে গ্রেফতার দাবি আওয়ামী লীগের

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বাঘারপাড়ার জহুরপুর ইউনিয়ন চেয়ারম্যান দিলু পাটোয়ারীকে সন্ত্রাসীদের গর্ডফাদার দাবি করে তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে ইউনিয়ন আওয়ামী লীগ। সোমবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে এই দাবি করা হয়। এ সময় আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ইউনিয়নের কয়েক শ’ সাধারণ মানুষ উপস্থিত ছিল। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ পাটোয়ারী বলেন, ‘অর্থের প্রভাব আর সন্ত্রাসীদের ব্যবহার করে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন দিলু পাটোয়ারী। তার ক্যাডার বাহিনীর হাতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীসহ সাধারণ মানুষ প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে। তাদের চাঁদাবাজির কারণে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তার এই সন্ত্রাসী কর্মকা-ের প্রতিবাদ করায় ইউনিয়নের ছয় ওয়ার্ড মেম্বরের সম্মানী বন্ধ করে দিয়েছেন। তবে আশার কথা, সম্প্রতি খাজুরা পুলিশ ক্যাম্পের দুই পুলিশ অফিসার এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে নেমেছেন। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এজন্য এই দুই পুলিশ অফিসারকে বদলি করাতে দিলু চেয়ারম্যান তৎপরতা চালাচ্ছেন।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকবর আলী বিশ্বাস, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার সরোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ ডাকু, আবুল কালাম আজাদ, ডাঃ মিলন বিশ্বাস প্রমুখ। অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা আটক স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ সোনালী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া প্রধান শাখার প্রায় ১৭ কোটি টাকা আত্মসাতের মামলায় সোনালী ব্যাংক আখাউড়া শাখার সিনিয়র অফিসার মোতাহার হোসেন মোল্লাকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল মোতাহার হোসেন মোল্লাকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সোনালী ব্যাংক শাখা থেকে থানা পুলিশের সহায়তায় আটক করে। মোতাহার হোসেন মোল্লার বাড়ি আখাউড়া উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের টনকী গ্রামে। দুদক কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, সোনালী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া প্রধান শাখায় কর্মরত থাকাকালীন মোতাহার হোসেন মোল্লা পেনশনকারীদের প্রায় ১৭ কোটি টাকা আত্মসাতের সঙ্গে জড়িত ছিলেন। অর্থআত্মসাতের অভিযোগে ২০১৪ সালের ১২ অক্টোবর তার নামে কুমিল্লা অঞ্চলের পরিচালক নূরুল হুদা বাদী হয়ে দুদকে মামলা করে।
×