ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত চার

প্রকাশিত: ০৪:৫১, ৩১ জানুয়ারি ২০১৭

সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত চার

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামে দুই মোটরসাইকেল আরোহী, নওগাঁয় নারী ও গাজীপুরে ট্রাকচালক নিহত হয়েছে। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর ঃ চট্টগ্রাম ॥ নগরীর কাস্টম মোড় এলাকায় কাভার্ডভ্যান চাপায় মোটর বাইক আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বন্দর থানা সূত্রে জানা যায়, নিহত দুই যুবকের নাম ইমরুল হাসান শিবলি (২২) এবং মাহতাব উদ্দিন সিদ্দিকী (২৫)। পণ্যবাহী কাভার্ডভ্যানের চাপায় অকুস্থলেই মৃত্যুবরণ করেন মাহতাব। গুরুতর আহত শিবলিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাহতাবের বাড়ি চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গীবাজার এলাকায়। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে এমবিএ শেষ বর্ষে ছাত্র ছিলেন। আর শিবলি ছিলেন চট্টগ্রাম কমার্স কলেজে অনার্সের ছাত্র। এই দু’জনই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। কাভার্ডভ্যানটির চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ। নওগাঁ ॥ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁর মান্দায় মালবোঝাই ট্রাকের ধাক্কায় সুলতানা বেগম (২২) নিহত হয়েছেন। নওগাঁ-রাজশাহী মহাসড়কের মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুলতানা উপজেলার কুসুম্বা গ্রামের রেজাউল হকের স্ত্রী। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ট্রাকটি বগুড়া থেকে পানবরজের ওয়াসি নিয়ে রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল হাটে যাচ্ছিল। সুলতানা বেগম রাস্তা পারাপারের সময় ট্রাকটির ধাক্কায় গুরুতর জখম হন। তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা। চিকিৎসাধীন অবস্থায় এদিন বেলা ২টার দিকে তিনি মারা যান। গাজীপুর ॥ কালীগঞ্জে সোমবার দুই ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত ও অপর তিনজন আহত হয়েছে। নিহতের নাম সৈয়দ আলী (৫৫)। সে নাটোর জেলা সদর থানার বড়হরিশপুর এলাকার মৃত গোলাম নবীর ছেলে। নাটোর থেকে পাথর ও ড্রাম ভর্তি করে ট্রাক ফেনী যাচ্ছিল। পথে সোমবার সকালে গাজীপুর-নারায়ণগঞ্জ সড়কের কালীগঞ্জের রাথুড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় পেছনে থাকা অপর একটি ট্রাক গতি নিয়ন্ত্রণ করতে না পেরে ওই ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে সামনের ট্রাকের চালক ঘটনাস্থলেই মারা যায় এবং উভয় ট্রাকের তিন আরোহী ও হেলপার আহত হয়। অল্পের জন্য রক্ষা পেলেন ছাত্রলীগের সাবেক সভাপতি স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, অল্পের জন্য রক্ষা পেলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ। সোমবার দুপুর দেড়টার দিকে শ্রীনগর উপজেলার মাশুরগাও ফেরিঘাট এলাকায় তাকে বহনকারী প্রাইভেটকারের সঙ্গে বিপরীত মুখী ডিএম (ঢাকা মেট্রো ব-১১-৪৪৪৮) পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কারের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। তবে সোহাগের শরীরে কোন আঘাত লাগেনি বলে নিশ্চিত করেছেন শ্রীনগর থানার সেকেন্ড অফিসার এসআই আতিক। তিনি আরও জানান, সোহাগ ঢাকা থেকে বাগেরহাট যাচ্ছিলেন। কাশিয়ানীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ আহত-৩০ নিজস্ব সংবাদদাতা গোপালগঞ্জ থেকে জানান, কাশিয়ানীতে লোকাল বাস ও-ট্রাক মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ৩ জন নিহত ৩০ যাত্রী আহত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানি উপজেলার তিলছাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বাস চালক ও সদর উপজেলার হরিদাসপুর গ্রামের হিটলার শেখ (৩২) ও কাশিয়ানি উপজেলার আমীর আলী (৬২)। নিহত নারী যাত্রীর (৩২) পরিচয় এখনও পাওয়া যায়নি। আহতদের প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে গুরুতর আহত ১৩ যাত্রী ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, কাশিয়ানির ব্যাসপুর থেকে গোপালগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা একটি লোকাল বাস মহাসড়কের ওই স্থানে এসে পৌঁছলে বিপরীতমুখী একটি কাঁচামালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
×