ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বড়পুকুরিয়া তাপ বিদ্যুতের জায়গা দখল

প্রকাশিত: ০৪:৪৬, ৩১ জানুয়ারি ২০১৭

বড়পুকুরিয়া তাপ বিদ্যুতের জায়গা দখল

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ৩০ জানুয়ারি ॥ বড়পুকুরিয়া তাপবিদ্যুত কেন্দ্রের প্রায় ১০ শতক জায়গা দখল হয়ে গেছে। কর্তৃপক্ষ বাধা না দেয়ায় দখলদাররা দখল করার সুযোগ পেয়েছে বলে অভিযোগ উঠেছে। সূত্রমতে, ২০০১ সালে ১ ও ২ নম্বর ইউনিটে ২৫০ মেগাওয়াট তাপবিদ্যুত প্রকল্প প্রতিষ্ঠার জন্য ৩শ’ একর জমি অধিগ্রহণ করা হয়। তার মধ্যে আবাসিক এলাকা ৪০, বিদ্যুত কেন্দ্র ৯০ একর, সাব-স্টেশন ৫ একর ও বাকি এলাকায় রয়েছে এ্যাশপন্ড, জলাশয় ও ক্ষেতবাড়ী ইত্যাদি। সূচনাতে অনুমোদিত নক্সা ও মৌজা ম্যাপ অনুসরণ করে পুরো সীমানা কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা হয়। দীর্ঘদিনে ওই বেড়া ও খুঁটি নষ্ট হয়ে যায়। বর্তমানে ৩ নম্বর ইউনিটের আওতায় তাপবিদ্যুতের অধিগ্রহণকৃত জায়গায় সীমানা প্রাচীর দেয়ার কাজ চলছে। কাজটি করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান। তারা ৮ ভাগে বিভক্ত করে কাজটি ৮ ঠিকাদারকে সাব-কন্ট্রাক্ট দিয়েছে। সোমবার সকালে সরেজমিন প্রত্যক্ষ করা হয়, তাপবিদ্যুতের দক্ষিণে ফুলবাড়ীগামী রাস্তার পার্শ্বে প্রকল্পের (তাপবিদ্যুত) জায়গা ছেড়ে লেআউট (ভিত্তি) দেয়া হয়েছে। ছেড়ে দেয়া অংশে যাত্রীছাউনির নামে দেড় শতক পরিমাণ জায়গা দখল করা হয়েছে। তার পাশেই বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের গাড়ি রাখার গ্যারেজ। গ্যারেজসংলগ্ন পশ্চিমে একটি দোকান। এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত প্রকল্প পরিচালক নূরুজ্জামান চৌধুরী জানান, স্থানীয়দের বাধা ছাড়াও চীনারা ভুলক্রমে এভাবে ভিত্তি খুঁড়েছে। জানার পর ওই অংশে কজ বন্ধ রয়েছে।
×