ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুক্তিযোদ্ধার স্বীকৃতি দাবি আবদুল আজিজের

প্রকাশিত: ০৪:৪৪, ৩১ জানুয়ারি ২০১৭

মুক্তিযোদ্ধার স্বীকৃতি দাবি আবদুল আজিজের

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৩০ জানুয়ারি ॥ বয়সের ভারে নুয়ে পড়া আব্দুল আজিজ শেষ বয়সে মুক্তিযোদ্ধার স্বীকৃতি চান। ১৯৭১ সালে ভারতের শিববাড়ী থেকে প্রশিক্ষণ শেষে দিনাজপুর জেলার বিভিন্ন গ্রামে সম্মুখযুদ্ধে অংশগ্রহণকারী আজিজ বর্তমানে সহায়-সম্বলহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। পাবনা সদর উপজেলার ছাতিয়ানী গ্রামের আঃ আজিজ সেখ দরিদ্রতার কারণে পাক শাসনামলে পাবনা থেকে দিনাজপুরের পাহাড়পুর গিয়ে নির্মাণ শ্রমিকের কাজ শুরু করেন। সে সময় তিনি আইনজীবী রিয়াজুল ইসলামের বাসায় আশ্রয় নিয়ে শ্রমিকের কাজ করতেন। এর কিছুদিন পর স্বাধীনতাযুদ্ধ শুরু হলে তিনি কয়েক সঙ্গী নিয়ে ভারতের পশ্চিম দিনাজপুর জেলার পয়রামপুর থানার শিববাড়ী প্রশিক্ষণ কেন্দ্রে ট্রেনিং গ্রহণ করেন। এক শ’ পাঁচ দিন প্রশিক্ষণ শেষে ৭নং সাব-সেক্টরে জজ ভাই কমান্ডারের নেতৃত্বে দিনাজপুরের বিভিন্ন অঞ্চলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধ চলাকালীন পাক হানাদারবাহিনীর ছোড়া মর্টার ও বিভিন্ন অস্ত্রের শব্দে তার কানের সমস্যা দেখা দেয়। ধীরে ধীরে তিনি শ্রবণ প্রতিবন্ধীতে পরিণত হন। মুক্তিযুদ্ধের পর শ্রবণশক্তি হারানোর কারণে নির্মাণ শ্রমিকের কাজ হারাতে হয়। তাই পরিবার-পরিজন নিয়ে অসহায় অবস্থায় আঃ আজিজ ১৯৮৫ সালে পাবনার পৈত্রিক ভিটায় ফিরে আসেন। সংসারে অভাব থাকার কারণে জীবিকা নির্বাহের তাগিদে তার বড় ছেলে লিটন পত্রিকার হকারির পেশা গ্রহণ করে। এ থেকে যা আয় হতো সেটা দিয়ে কোনমতে সংসার চলে। আজিজ জানান, যুদ্ধ শেষে তার রাইফেল মুক্তিযুদ্ধ ক্যাম্পে জমা দিয়ে রশীদ নিয়েছিলেন। পেয়েছিলেন ক্যাম্প থেকে সনদও। কিন্তু ভাড়া বাড়িতে থাকাকালীন তার কাগজপত্র হারিয়ে যায়। যুদ্ধকালীন কমান্ডার জজ ভাইয়ের মৃত্যুর কারণে পরবর্তীতে চেষ্টা করে আর কোন সনদ পাননি।
×