ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্বরাষ্ট্রমন্ত্রী দুঃখ প্রকাশ

প্রকাশিত: ০৭:৫৫, ৩০ জানুয়ারি ২০১৭

স্বরাষ্ট্রমন্ত্রী দুঃখ প্রকাশ

বিডিনিউজ ॥ পুলিশের সাংবাদিক পেটানোর ঘটনাকে ‘ধাক্কাধাক্কি’ বলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে এবার ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রবিবার পুরান ঢাকায় এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, শাহবাগ চত্বরে যে অনাকাক্সিক্ষত ঘটনাটি ঘটেছে, আমরা সেজন্য দুঃখিত। গত ২৬ জানুয়ারি তেল-গ্যাস রক্ষা কমিটির হরতালের মধ্যে শাহবাগে পিকেটারদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় দুই সংবাদকর্মীকে থানার ভেতরে নিয়ে মারধর করা হয়। ওই ঘটনার পরদিন স্বরাষ্ট্রমন্ত্রী টাঙ্গাইলে সাংবাদিকদের বলেছিলেন, পুলিশ সাংবাদিকদের মারধর করে না, মাঝেমধ্যে ধাক্কাধাক্কি হয়। সমালোচনার মুখে আগের বক্তব্য থেকে সরে এসে রবিবারের অনুষ্ঠানে আসাদুজ্জামান কামাল বলেন, ‘কালকে আমাকে হঠাৎ করে এসে জিজ্ঞাসা করা হয়েছিল, তাৎক্ষণিক আমার জানা ছিল না যে কোন সাংবাদিক কীভাবে নিগৃহীত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনা তদন্তের জন্য রমনা বিভাগের পুলিশের অতিরিক্ত উপ-কমিশনারের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং যিনি এই কর্মটি করেছেন তাকে বরখাস্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
×