ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পর্ষদ সভাপতি হিসেবে এমপির দায়িত্ব পালনে হাইকোর্টের নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০৭:৫০, ৩০ জানুয়ারি ২০১৭

পর্ষদ সভাপতি হিসেবে এমপির দায়িত্ব পালনে হাইকোর্টের নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার ॥ নিজ সংসদীয় এলাকার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী এবং পটুয়াখালী-৪ আসনের সরকার দলীয় (আওয়ামী লীগের) সংসদ সদস্য মোঃ মাহবুবুর রহমান তালুকদারের দায়িত্ব পালনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট। দুই মাসের জন্য এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সঙ্গে তার দায়িত্ব পালন কেন বেআইনী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। সংশ্লিষ্টদেরকে উক্ত রুলের জবাব দিতে বলা হয়েছে। একই এলাকার কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম ফজলুর রহমানের (শানু শিকদার) করা রিট আবেদনে প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মোঃ সেলিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেয়। রিট আবেদনকারী পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার সৈয়দ মোঃ জাহাঙ্গীর হোসেইন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। অমিত তালকুদার বলেন, একাধিক বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালনের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আপীল বিভাগের রায় রয়েছে। এ রায় অনুসরণ করা হচ্ছে না উল্লেখ করে রিট আবেদন করা হয়। আদালত নিষেধাজ্ঞা দিয়েছে।
×