ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্পীকারের সঙ্গে কানাডীয় প্রতিনিধি দলের সাক্ষাত

প্রকাশিত: ০৭:৫০, ৩০ জানুয়ারি ২০১৭

স্পীকারের সঙ্গে  কানাডীয় প্রতিনিধি দলের সাক্ষাত

সংসদ রিপোর্টার ॥ জাতীয় সংসদের স্পীকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনয়েট পিয়েরে ল্যারামির নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাত করেছে। রবিবার বিকেলে স্পীকারের কার্যালয়ে সাক্ষাত করতে আসা প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেনÑ ডেনমার্ক, ইউরোপিয়ান ইউনিয়ন, ফ্রান্স এবং জার্মানির হাইকমিশনার/রাষ্ট্রদূত এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, নরওয়ে এবং নেদারল্যান্ডসের উপ-হাইকমিশনার/ উপ-রাষ্ট্রদূত। সাক্ষাতকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলাপ-আলোচনা করেন। সাক্ষাতকালে প্রতিনিধিবৃন্দ বলেন, বিগত কয়েক বছরে বাংলাদেশ বাল্যবিবাহ রোধে অভূতপূর্ব উন্নতি সাধন করেছে। এ সময়ে বাংলাদেশে বাল্যবিবাহের হার শতকরা ৬৬ ভাগ থেকে ৫০ ভাগে নেমে এসেছে। তারা এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। এ সময় স্পীকার বলেন, নারীশিক্ষা, জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন আর্থসামাজিক বিষয়ে বাংলাদেশ ইতোমধ্যে প্রভূত উন্নতি সাধন করেছে। বর্তমান সরকার বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ ও সচেতনতামূলক কর্মসূচী গ্রহণ করেছে। এর ফলে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারীর ক্ষমতায়নে এ অগ্রগতি সাধিত হয়েছে। ড. শিরীন শারমিন চৌধুরী আরও বলেন, বর্তমান সংসদের সংসদ সদস্যগণ বালবিবাহ প্রতিরোধে নিজ নিজ এলাকায় অবদান রাখছেন এবং বাংলাদেশ জাতীয় সংসদে বাল্যবিবাহ প্রতিরোধে এ্যাসোসিয়েশন অব পার্লামেন্টারিয়ান অন পপুলেশন এ্যান্ড ডেভেলপমেন্টের (বিএপিপিডি) আওতায় একটি সাব-কমিটি কাজ করছে।
×