ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শ্রিংলার সংবর্ধনা

রাজশাহী-বহরমপুর বাস সার্ভিস চালু হবে ॥ শাহরিয়ার

প্রকাশিত: ০৫:২৬, ৩০ জানুয়ারি ২০১৭

রাজশাহী-বহরমপুর বাস সার্ভিস চালু হবে ॥ শাহরিয়ার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, পদ্মা ও গঙ্গা দুই পারের মানুষের মধ্যে সুদৃঢ় সম্পর্ক রয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে বন্ধুপ্রতীম রাষ্ট্র ভারতের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। এই দুই পারের মানুষের যোগাযোগের ক্ষেত্রে এপারের রাজশাহী ও ওপারের (ভারতের) বহরমপুরের মধ্যে অচিরেই সরাসরি বাস যোগাযোগ চালু করা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী এই দুই অংশের মানুষের মধ্যে ট্রেন সার্ভিস চালুর ক্ষেত্রেও বেগ পেতে হবে না। রবিবার সন্ধ্যায় রাজশাহী নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাকে সিটি কর্পোরেশনের পক্ষে দেয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ভারতের বিভিন্ন অংশে বিশেষ করে চিকিৎসার জন্য যারা যান, ভিসা পেতে তাদের অনেক সময় নানা সমস্যার সম্মুখীন হতে হয়। ভবিষ্যতে যাতে ভিসা পেতে নাগরিকদের ভোগান্তি না হয় এ জন্য ভারতীয় হাই কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে শাহরিয়ার বলেন, ব্যবসার জন্য রাজশাহী এখন অনেক উপযোগী এলাকা হিসেবে পরিচিত হয়েছে। তিনি ভারতীয় ব্যবসায়ীদের রাজশাহী অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন ভারতীয় হাই কমিশনারের আগমনে রাজশাহীর যে উন্নয়ন চুক্তি সাক্ষর হলো তা রাজশাহীর জন্য যুগোপযোগী। এ প্রকল্পের পর ভারত সরকার রাজশাহীর উন্নয়নে আরও নতুন নতুন প্রকল্প হাতে নেবে বলে আশা প্রকাশ করেন তিনি। রাজশাহী সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত বন্ধু রাষ্ট্র বাংলাদেশের তিনিটি নগরীর (রাজশাহী, খুলনা ও সিলেট) উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। যার ধারাবাহিকতায় আজকের এ চুক্তি সম্পাদিত হলো। রাজশাহীতে এসে যে সম্মান ও অভ্যর্থনা আমাকে দেয়া হলো তাতে আমি গর্বিত ও আনন্দিত। তিনি বলেন, বাংলাদেশের মুক্তির জন্য বীর মুক্তিযোদ্ধারা ও ভারতীয় সেনাবাহিনী একসঙ্গে রক্ত দিয়েছে। রাজশাহী ও এর আশপাশের এলাকায়ও যুদ্ধ হয়েছে। মহান মুক্তিযুদ্ধের সময় থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ইন্দিরাগান্ধী যে সম্পর্ক স্থাপন করেছিলেন বর্তমানে বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের মোদি সরকার সে সম্পর্ক আরও সুদৃঢ় করেছে। বাংলাদেশের উন্নয়নে ভারত সরকার সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ভারতীয় ভিসা প্রাপ্তির ক্ষেত্রে অনেক সহজতর করা হয়েছে। তিনি বলেন বাস যাত্রীদের জন্য এখন আর ই-টোকেনের প্রয়োজন হবে না। ইতোমধ্যে তা ঘোষণা দেয়া হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরিফ উদ্দিন। অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ আমিনুল হক, রাজশাহীর ভারতীয় হাই কমিশনার অভিজিৎ চট্টপাধ্যায় ও রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার মুনির হোসেন। এর আগে দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন। তিনি বলেন, আমরা পেটের দায়ে রাজনীতি করি না, আমরা আখের গোছানোর জন্যও রাজনীতি করি না। আমরা রাজনীতি করি দেশের জন্য, জনগণের জন্য। আমাদের সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। এ জন্য তৃণমূল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে দেশ ও দশের জন্য রাজনীতি করার আহ্বান জানান তিনি। উপজেলার বিনোদপুর ইক্ষুক্রয় কেন্দ্রে স্থানীয় আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, আমরা অঙ্গীকারবদ্ধ বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে পরিচালিত করতে। এ জন্য যত বাধাই আসুখ না কেন তা প্রতিহত করা হবে। রাতে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রাজশাহী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত ভারতীয় হাই কমিশনারের সঙ্গে অনুষ্ঠিত ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। রাজশাহী চেম্বার সভাপতি মনিরুজ্জামান মনির সভাপতিত্বে এ অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাও বক্তব্য রাখেন। চুক্তি স্বাক্ষর ॥ এর আগে বিকেলে রাজশাহী নগর ভবনে ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়। পরে রাজশাহীর সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশের উন্নয়নে কাজের জন্য ভারতের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগর এলাকায় অবস্থিত প্রতœতত্ত্বের অবকাঠামো উন্নয়ন ও সংরক্ষণে ভারত সরকার ২১ কোটি ৯৫ লাখ টাকার অনুদান দিচ্ছে। এরই চুক্তি স্বাক্ষর করেন রাসিকের পক্ষে দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযিম ও ভারতের পক্ষে হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। রাজশাহী সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম বলেন, ভারত সরকারের অনুদানে ২১ কোটি ৯৫ লক্ষ ৪৫ হাজার টাকা ব্যয়ে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যেই ভারত সরকার ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এ অর্থে নগরীর ছয়টি প্রাচীন মন্দির ও নগরীর তালাইমারি এলাকার প্রচীন গ্রন্থাগার সংস্কার করার হবে। এছাড়া ওইসব মন্দির ও গ্রন্থাগার সংযোগ সড়কও সংস্কার এ প্রকল্পের আওতায় রয়েছে বলে জানান তিনি।
×