ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আগামী জাতীয় নির্বাচন হবে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের মতো ॥ কাদের

প্রকাশিত: ০৫:২৬, ৩০ জানুয়ারি ২০১৭

আগামী জাতীয় নির্বাচন হবে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের মতো ॥ কাদের

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২৯ জানুয়ারি ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে। উন্নয়নমূলক কোন কাজে সরকার অংশগ্রহণ করবে না। আমরা প্রমাণ করব আগামী জাতীয় নির্বাচন হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের মতো মডেল নির্বাচন। রবিবার দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সার্চ কমিটি প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রতি আওয়ামী লীগের পূর্ণ আস্থা রয়েছে। রাষ্ট্রপতির প্রতি আমরা শ্রদ্ধাশীল। রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ করার পর বিএনপি নেত্রী খালেদা জিয়া ও মির্জা ফখরুল খুব খুশি হয়েছিলেন। কিন্তু রাষ্ট্রপতি যখন সার্চ কমিটি দিলেন তখন তারা বেজার হলেন। সার্চ কমিটি গঠন নিয়ে বিএনপির মধ্যেও দ্বিমত রয়েছে। দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এখন থেকে ভাষণ কম এ্যাকশন বেশি। মঞ্চে বিশেষণ ও বক্তা কমান। নেতাদের সকাল ৫ থেকে ৬টার মধ্যে ঘুম থেকে উঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা সুশৃৃঙ্খল আওয়ামী লীগ চাই। এখন বিলবোর্ডে বাড়াবাড়ি নেই। কোন নেতার ছবি নেই। এখন পোস্টার বিলবোর্ডসহ সব ধরনের প্রচারণায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়ের ছবি থাকবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার মতো মানুষের ভালবাসা অর্জন করুন। রাজনীতিক জীবনে মানুষের ভালবাসা ছাড়া বিকল্প কিছু নেই। তিনি নিজের উদাহরণ টেনে বলেন, আদর্শের রাজনীতি করলে একদিন না একদিন মূল্যায়ন পাবেন। ত্যাগের মূল্যায়ন হবে। যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মূল্যায়ন করে দলের সাধারণ সম্পাদকের পদ দিয়েছেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগে দিন দিন নেতা বাড়ছে কর্মী কমছে। তাই কর্মী বাড়াতে হবে। নেতা উৎপাদনের কারখানা দরকার নেই, কর্মী উৎপাদনের কারখানা দরকার। তিনি আরও বলেন, দল ক্ষমতা এলে দলে বসন্ত আসে। বসন্ত এলে নেতা বাড়ে কিন্তু কর্মী বাড়ে না। অথচ কর্মীরাই দলের মেরুদণ্ড। বঙ্গবন্ধুকে কর্মীরাই জেল থেকে বের করে এনেছিল। ১/১১ পর শেখ হাসিনাকে দলের কর্মীরাই আন্দোলন করে বের করেছিল। তিনি আগামী নির্বাচনে দলের নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে বলেন, দলকে সুসংগঠিত করে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপদেষ্টা ম-লীর সদস্য রমেশ চন্দ্র সেন, চৌধুরী খালেকুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ, কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, বাহাউদ্দিন নাছিম ও খালিদ মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি টিপু মুন্শী এমপি, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, হুইপ ইকবালুর রহিম, কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য এস এম কামাল হোসেন।
×