ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শখ বটে!

প্রকাশিত: ০৫:২২, ৩০ জানুয়ারি ২০১৭

শখ বটে!

মানুষের শখের অন্ত নেই। তবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা হ্যারি স্পার্লের শখটি বড়ই বিচিত্র। তার শখ হচ্ছে হ্যামবার্গার জাতীয় নানা রেপ্লিকা সংগ্রহ। ইতোমধ্যে তিন হাজার সাত শ’ ২৪টি এই জাতীয় রেপ্লিকা সংগ্রহ করায় তার নাম গিনেজ বুকে উঠেছে। তার ডেটনের বাড়িতে গেলে চারদিকে তাকালে মনে হবে এ যেন বার্গারের রাজ্য। এসব সংগ্রহের কারণে স্থানীয়রা তাকে ‘বার্গার কিং’ নামে চেনে। তার ঘরে রয়েছে বার্গার আকৃতির মোটরসাইকেল, খেলনা এবং পোস্টারসহ নানা কিছু। ২৬ বছর আগে বার্গারের রেপ্লিকা সংগ্রহের কাজে নামেন হ্যারি স্পার্ল। তার মতে বার্গারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংস্কৃতি মিশে আছে। এখন বার্গার আকৃতির একটি জাদুঘর বানিয়ে এগুলো সংরক্ষণ করতে চান তিনি। -ইউপিআই অবলম্বনে
×