ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টু ক রো খ ব র

প্রকাশিত: ০৫:০৯, ৩০ জানুয়ারি ২০১৭

  টু   ক  রো  খ   ব   র

ডাকাতি ॥ ককটেলে আহত তিন নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৯ জানুয়ারি ॥ শনিবার গভীর রাতে রানীনগর উপজেলার ভেবড়া গ্রামের বাবলু সরদারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা নগদ টাকা ও সাত ভরি স্বর্ণালঙ্কারসহ সাড়ে তিন লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। গ্রামবাসী তাদের প্রতিহত করতে গেলে ডাকাতদের ছোড়া ককটেলে এবং মারপিটে তিন জন আহত হয়েছে। গৃহিণী লাভলী বিবি জানান, শনিবার গভীর রাতে ১৫-২০ জন ডাকাতের দল তার বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে শয়নঘরের দরজা ভেঙ্গে বাড়ির সদস্যদের মারপিট করে এবং শিশু নেহাকে দেশীয় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে এক লাখ টাকা এবং সাত ভরি সোনার গহনা লুট করে নিয়ে যাবার সময় গ্রামের লোকজন এগিয়ে এলে ডাকাতরা পরপর দুইটি ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ঘটনাস্থল ত্যাগ করে। নৈশপ্রহরী হত্যার ঘটনায় গ্রেফতার ৬ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ রাঙ্গুনীয়ায় নৈশপ্রহরী হত্যার ঘটনায় পুলিশ ৬ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর অভিযানে তাদের নগরীর কাট্টলী ও রাঙ্গুনিয়ার বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে। পিবিআইয়ের তদন্তের ভিত্তিতে গত কয়েকদিনের অভিযান শেষে রবিবার জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত নুরুল ইসলাম ও সেলিমকে নগরীর কাট্টলী এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী পারভেজকে রাঙ্গুনিয়ার বেতাগী থেকে, জামালকে গোপালপুর বাজার থেকে এবং মিজান ও ফারুককে লিচুবাগান এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে একটি এলজি, ১ রাউন্ড কার্তুজ, ল্যাপটপ, মোবাইল ফোন, ২ ভরি স্বর্ণালঙ্কার ও ব্যবহৃত টেক্সি উদ্ধার করা হয়। হোশিও কুনি হত্যা মামলায় আরও ৮ সাক্ষ্যগ্রহণ নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২৯ জানুয়ারি ॥ জাপানি নাগরিক হোশিও কুনি হত্যা মামলার আরও ৮ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সাক্ষীরা আদালতে দুই হত্যাকারীকে শনাক্ত করেন। রবিবার বিশেষ জজ নরেশ চন্দ্র সরকারের আদালতে এ সাক্ষ্য গ্রহণ করা হয়। মামলার ১৬৪ ধারায় জবানবন্দী গ্রহণকারী ম্যাজিস্ট্রেট, ঘটনার প্রত্যক্ষদর্শী, অটোবাইক গ্যারেজের মালিক ও হোশিও কুনির ভাড়া বাড়ির মালিক দম্পত্তির সাক্ষ্য গ্রহণ করে আদালত। পঞ্চম দফায় আরও ৮ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে। এ পর্যায়ে মোট ২৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হলো। সাক্ষ্য গ্রহণ চলাকালে মামলায় অভিযোগপত্রভুক্ত ৮ আসামির মধ্যে গ্রেফতার পাঁচ জঙ্গী মাসুদ রানা ওরফে মাসুদ, ইছাহাক আলী, সাখাওয়াত হোসেন ওরফে শফিক, লিটন মিয়া ওরফে রফিক ও আবু সাঈদ আদালতে উপস্থিত ছিল। শিশু ধর্ষণের চেষ্টা স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বিরল উপজেলায় চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। শিশুটিকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্যাতনের শিকার শিশুর নাম সোনালী রানী (৪)। সে বিরল উপজেলার তেঘড়া মহেশপুর গ্রামের জয় চন্দ্র শীলের মেয়ে। শিশুটির বাবা জানায়, শনিবার বিকেলে অন্যান্য শিশুর সঙ্গে সোনালীও খেলা করছিল। এ সময় পার্শ্ববর্তী এলাকার বিমল দাস সোনালীকে ডেকে নিয়ে জঙ্গলে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি সেখান থেকে পালিয়ে এসে তার মাকে ঘটনা জানায়। লালমনিরহাট নিজস্ব সংবাদদাতা লালমনিরহাট থেকে জানান, পাটগ্রাম উপজেলার জোংরা ইউনিয়নের রামকান্ত গ্রামে তিন বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৪টায় দিনমজুর বাবা ও মা বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী হাবিবুরের ছেলে হারুন শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে ধর্ষক পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি ঘটলে রবিবার শিশুটিকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করানো হয়। ব্যবসায়ীকে দু’মাসের কারাদ- স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের বোয়ালখালীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতারিত হওয়ায় মোহম্মদ রায়হান (৩০) নামের এক ব্যবসায়ীকে দু’মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া আকতার সুইটি এ দ- প্রদান করেন। জানা গেছে, বোয়ালখালী উপজেলার শাহজালাল স্টোর্সে শিমুল তুলার লেপ বানাতে দেন এই ম্যাজিস্ট্রেট। ব্যবসায়ী মোঃ রায়হান লেপটিতে দুই কেজি তুলা লাগবে বলে মজুরিসহ ৮শ’ টাকা নিয়ে তুলার পরিবর্তে ঝুট ব্যবহার করে ম্যাজিস্ট্রেটের সঙ্গে প্রতারণা করেছে। লেপটি বাসায় নেয়ার সময় অতিরিক্ত ওজন হওয়ার কারণে বিষয়টি আমলে নিয়ে ম্যাজিস্ট্রেট ওই দোকানে ফিরে যান।
×