ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুই চোর আটক

প্রকাশিত: ০৫:০৬, ৩০ জানুয়ারি ২০১৭

দুই চোর আটক

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৯ জানুয়ারি ॥ তজুমদ্দিন উপজেলার একটি দোকান থেকে চুরি হওয়া ৭টি মোবাইল, টাকা ও স্বর্ণালঙ্কারসহ ২ চোরকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে পুলিশ সুপার মোকতার হোসেন এক প্রেস ব্রিফিংয়ে তথ্য জানিয়েছে। পুলিশ জানান, গত ২৩ জানুয়ারি রাতে তজুমদ্দিনের হাসপাতাল সড়কে মা টেলিকম সেন্টারে মালিক রফিজল ইসলাম তার দোকান বন্ধ করে ওয়াজ শুনতে যায়। ওই সময় তার ১০টার দিকে দোকানের পিছন দিক দিয়ে ভেঙ্গে ২টি নতুনসহ ১০টি মোবাইল ও নগদ ২ লাখ ৩০ হাজার টাকা ও তার নতুন ক্রয় করা স্বর্ণের দুল চুরি করা হয়। ৩২ সাঁওতালের জামিন মঞ্জুর নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৯ জানুয়ারি ॥ গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমি থেকে সাঁওতালদের উচ্ছেদের সময় পুলিশি কাজে বাঁধা দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় ৩২ সাঁওতালের জামিন দিয়েছেন আদালত। রবিবার দুপুরে গোবিন্দগঞ্জ চীফ জুডিশিয়াল আদালতের বিচারক এসএম তাসকিনুল হক তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে আসামিরা আইনজীবীর মাধ্যমে স্ব-শরীরে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। গত ৬ নবেম্বর রাতে পুলিশি কাজে বাধা দেয়ার অভিযোগে গোবিন্দগঞ্জ থানার এসআই কল্যাণ চন্দ্র বাদী হয়ে ৪২ জন নামীয় ও অজ্ঞাত তিনশ’ থেকে চারশ’ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
×