ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুবলীগ কর্মী হত্যা মামলায় পৌর মেয়র কারাগারে

প্রকাশিত: ০৫:০৩, ৩০ জানুয়ারি ২০১৭

যুবলীগ কর্মী হত্যা মামলায় পৌর মেয়র কারাগারে

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ২৯ জানুয়ারি ॥ মঠবাড়িয়ায় যুবলীগ কর্মী লিটন প-িত হত্যা মামলার প্রধান আসামি মঠবাড়িয়া পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌসকে কারাগারে প্রেরণ করেছে আদালত। মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস রবিবার মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে বিচারক বেল্লাল হোসেন তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। এদিকে পৌর মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস আদালতে হাজির হওয়ার খবর পেয়ে তার সমর্থক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী আদালত প্রাঙ্গণে জড়ো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুলসংখ্যক পুলিশ আদালত এলাকায় অবস্থান নেয়। অপরদিকে লিটন প-িত হত্যার বিচার দাবিতে উপজেলা চেয়ারমান আশরাফুর রহমানের নেতৃত্বে আ’লীগের অপর গ্রুপ রবিবার মানববন্ধন কর্মসূচী দিলেও তারা মাঠে নামেনি। বিবাদমান দুই পক্ষের উত্তেজনায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে শনিবার থেকেই শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
×