ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাইক্ষ্যংছড়িতে অফিস সহায়ককে পেটাল শিক্ষা অফিসার!

প্রকাশিত: ০৫:০২, ৩০ জানুয়ারি ২০১৭

নাইক্ষ্যংছড়িতে অফিস সহায়ককে পেটাল শিক্ষা অফিসার!

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ২৯ জানুয়ারি ॥ নাইক্ষ্যংছড়িতে অফিস সহায়ককে পেটানোর অভিযোগ উঠেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু আহম্মদের বিরুদ্ধে। রোববার সকালে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় এ ঘটনা ঘটে। জানা যায়, নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক (পিয়ন) মাহমুদুল হাসান (২৪) কে অফিসের কাজকর্ম না করার অজুহাতে চর থাপ্পড় মারেন নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু আহম্মদ। মারধরের পর গলা ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেয়ার অভিযোগ করেন ভুক্তোভোগী। অফিস সহায়ক মাহমুদুল হাসান বলেন, শিক্ষা সপ্তাহ অনুষ্ঠানের কাজ করার সময় স্যার ডাক দিয়ে জানতে চায় কি করছি। স্যারকে চিঠি দিচ্ছি জবাব দেয়ার সঙ্গে সঙ্গে স্যার বলেন কুত্তার বাচ্চা চিঠি রাখ, ব্যানার লাগা বলে আমায় চর থাপ্পড় মারে। এক পর্যায়ে গলা ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেয়। এ ঘটনার পর নাইক্ষ্যংছড়ি উপজেলা কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি আবুল কালাম বলেন, কর্মচারীর কোন আচরণে অসন্তোষজনক হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন, লিখিতভাবে কর্মচারীকে জানাতে হবে এবং তাকে তার স্বপক্ষে মতামত দেয়ার সুযোগ দিতে হবে। তিনি আরও বলেন, আমরা লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি সোমবার জানাব। নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু আহম্মদ জানান, ঠিকমতো কাজকর্ম না করার কারণে অফিসের প্রধান হিসেবে আমি বকাবকি করেছি, তাকে মারধর করিনি।
×