ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধা বাবুল চিশতীর বিরুদ্ধে অপপ্রচার ॥ প্রতিবাদে সমাবেশ

প্রকাশিত: ০৫:০০, ৩০ জানুয়ারি ২০১৭

মুক্তিযোদ্ধা বাবুল চিশতীর বিরুদ্ধে অপপ্রচার ॥ প্রতিবাদে সমাবেশ

নিজস্ব সংবাদদাতা জামালপুর, ২৯ জানুয়ারি ॥ বিএনপি নেতা সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক কর্তৃক বকশীগঞ্জের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক বাবুল চিশতীর বিরুদ্ধাচারণ করে জেলা সদরে সংবাদ সম্মেলন করায় বকশীগঞ্জ উপজেলার সর্বসাধারণ প্রতিবাদমুখর হয়ে উঠেছে। ২২ জানুয়ারি জেলা সদরে শ্যামল বাংলা হোটেলে সাংবাদিকদের নিয়ে বকশীগঞ্জ কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা বাবুল চিশতীর বিরুদ্ধে সাবেক বিএনপি সরকারের স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করে। সাংবাদিক সম্মেলনের বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে বকশীগঞ্জ উপজেলাসহ ১১নং সেক্টরের চিশতীর সহযোদ্ধারা মিথ্যা সংবাদ প্রচারের বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়ে উঠে। এই নিয়ে বকশীগঞ্জ উপজেলায় দফায় দফায় প্রতিবাদ সমাবেশের মাধ্যমে সিরাজুল হকের আনিত মিথ্যা অপপ্রচার প্রত্যাহারের দাবি জানায়। রবিবার কামালপুর উচ্চ বিদ্যলয় মাঠে এক বিশাল মুক্তিযোদ্ধা ও জনতার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেছেন ধানুয়া কামালপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান। বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক এমপি শফিকুল ইসলাম খোকা, বীর মুক্তিযোদ্ধা সদরুজ্জামান হেলাল বীর প্রতীক, বকশীগঞ্জ উপজেলা কমান্ডার মফিজ উদ্দিন, বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা আবু জাফর, হানিফ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আফসার আলী প্রমুখ।
×