ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে যানবাহন চলাচলে শৃঙ্খলা আনতে বৈঠক

প্রকাশিত: ০৪:৫৮, ৩০ জানুয়ারি ২০১৭

চট্টগ্রামে যানবাহন চলাচলে শৃঙ্খলা আনতে বৈঠক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বন্দরনগরী চট্টগ্রামজুড়ে যানবাহন চলাচল ব্যবস্থায় চরম অব্যবস্থাপনা ও বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। নগরীর প্রাণকেন্দ্র ষোলশহর থেকে লালখান বাজার পর্যন্ত একদিকে চলছে ফ্লাইওভার নির্মাণের কর্মযজ্ঞ, অপরদিকে, প্রধান প্রধান সড়কগুলো সংস্কারবিহীন থাকায় সকল ধরনের যানবাহন চলাচলে হ-য-ব-র-ল অবস্থা বিরাজ করছে। ফলে ট্রাফিক ব্যবস্থাপনা কার্যকর নেই বললেই চলে। প্রতিটি মোড়ে ট্রাফিক ও সার্জেন্টদের কোন অভাব নেই। কিন্তু পরিবেশ সম্পূর্ণ বিশৃঙ্খল। এ অবস্থায় প্রতিটি সড়কে যানজটে বেহালদশা। সাধারণ মানুষের চলাচল প্রতি মুহূর্তে থমকে যাচ্ছে। রিক্সা, বেবি-ট্যাক্সি, টেম্পো, শহর এলাকার বাস, ট্রাক ও প্রাইভেট কারের লাইন পড়ে যাচ্ছে সার্বক্ষণিক। এ অবস্থায় নগরীর গণপরিবহনে শৃঙ্খলা আনয়নে পরিবহন শ্রমিক এবং সিএনজি চালিত ট্যাক্সি মালিক এবং পুলিশ ও বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের নিয়ে রবিবার বৈঠক করলেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন। নগর ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সিএমপি কমিশনার, চসিকের নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক), মাসুদুল হাসান, বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা পরিচালক লে. কর্নেল আবদুল গাফফার, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) সৈয়দ আবু সায়েম, জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, জাতীয় শ্রমিক লীগ, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, আন্তঃজেলা শ্রমিক ইউনিয়ন, বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, হিউম্যান হলার সড়ক পরিবহন, ট্রাক-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন, আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নসহ যানবাহন সংক্রান্ত বিভিন্ন শ্রমিক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় সড়ক ও সেতু মন্ত্রণালয়ের কাছে পেশকৃত ৯ দফা দাবি নিয়ে আলোচনা হয়।
×