ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে বাস-টমটম শ্রমিক সংর্ঘষ ॥ আহত ১৫

প্রকাশিত: ০৪:৫৮, ৩০ জানুয়ারি ২০১৭

হবিগঞ্জে বাস-টমটম শ্রমিক সংর্ঘষ ॥ আহত ১৫

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২৯ জানুয়ারি ॥ রবিবার বানিয়াচঙ্গ উপজেলার হবিগঞ্জ-নবীগঞ্জ ভায়া-সিলেট সড়কের উজিরপুর ও আলীগঞ্জ নামক স্থানে বাস ও টমটম শ্রমিকদের মধ্যে কয়েক দফা সংর্ঘষ ঘটেছে। এসময় ৭টি বাস ভাংচুরসহ আহত হয় ১৫ জন। আটক হয়েছে ধন মিয়া নামে টমটম শ্রমিক সমিতির এক নেতা। পুলিশ জানায়, ওই বিরোধ নিয়ে বেলা ১১টার দিকে ব্যাটারিচালিত টমটম শ্রমিকদের একটি উচ্ছৃঙ্খল অংশ এবং টিকেট কাউন্টার ম্যানেজাররা বাস আটকিয়ে টাকা উত্তোলনসহ ভাংচুরে লিপ্ত হয়। এ খবর বাস মালিক-শ্রমিকরা জানতে পেরে তা-ব বন্ধের চেষ্টা চালান। কিন্তু টমটম শ্রমিকরা আবারও বেপরোয়া হয়ে একই পথে চলাচলরত আরও বাস আটকিয়ে ভাংচুর করলে সংর্ঘষ বাধে। এ সময় দোকানপাটসহ সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। রূপগঞ্জ নিজস্ব সংবাদদাতা রূপগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জে রূপগঞ্জে বাজারের নৈশপ্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি করে, বেঁধে রেখে ও পিটিয়ে আহত করে দুটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল স্বর্ণ, রুপাসহ নগদ টাকা লুট করে নিয়ে গেছে। রোববার শেষ রাতে সদর ইউনিয়নের বাগবেড় বাজারে ঘটে এ ঘটনা। ক্ষতিগ্রস্ত মালিক, নৈশপ্রহরী ও স্থানীয় এলাকাবাসী জানায়, বাগবেড় বাজারে শিবানী জুয়েলার্স ও নিউ জয় স্বর্ণ শিল্পালয় নামে দুটি স্বর্ণের দোকান রয়েছে। এছাড়া বাজারে রাতের জন্য নৈশপ্রহরীর ব্যবস্থা রাখা আছে। ভোর ৪টার দিকে, ২০ থেকে ২৫ জনের একদল মুখোশধারী ডাকাতদল ট্রাকযোগে এসে বাজারে ঢুকে প্রথমেই নৈশপ্রহরী শহিদুল্লাহ, মোহাম্মদ আলী ও খালেক মিয়াকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। পরে তাদের ট্রাকে উঠিয়ে আটকে রাখে। এক পর্যায়ে মিথিল চন্দ সরকারের মালিকানাধীন শিবানী জুয়েলার্সের তালা কেটে ভেতরে প্রবেশ করে স্টিল আলমারি, দুই ভরি স্বর্ণালঙ্কার, ৩৬ ভরি রুপা ও নগদ ২৮ হাজার টাকা লুটে নেয়। এরপর পরজ জয় সরকারের মালিকানাধীন নিউ জয় স্বর্ণ শিল্পালয় দোকানের সাঁটার কেটে ভেতরে প্রবেশ করে, আড়াই ভরি স্বর্ণ, ৪২ ভরি রুপা ও নগদ ২৭ হাজার টাকা লুটে নেয়। ডাকাতি শেষে নৈশপ্রহরীদের পিটিয়ে আহত করে কুড়িল-বিশ^রোড কাঞ্চন সেতু এলাকায় ফেলে রেখে যায়।
×