ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে শিবিরের গোপন আস্তানায় পুলিশের হানা

প্রকাশিত: ০৪:৫৭, ৩০ জানুয়ারি ২০১৭

রাজশাহীতে শিবিরের গোপন আস্তানায় পুলিশের হানা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরীর শিরোইল বাস টার্মিনালের পেছনের কাঁচাবাজার এলাকার এক বাড়িতে অভিযান চালিয়ে ইসলামী শিবিরের গোপন আস্তানার সন্ধান পেয়েছে পুলিশ। রবিবার বিকেলে ওই বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণ জিহাদী বই পুস্তক, শিবিরের লিফলেট, ক্যালেন্ডার, সিডি ও ব্যানার জব্দ করেছে। এসময় শিবিরের দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এরা হলো, মনিরুল ও রাসেল। তারা রাজশাহী নগরীর বাসিন্দা। রাজশাহী মহানগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, বাড়ি ভাড়া নিয়ে ইসলামী ছাত্রশিবির গোপনে তাদের আস্তানা গড়ে তুলেছিল। সেখান থেকেই সর্বশেষ তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রবিবার বিকেলে মহানগর পুলিশ ওই বাড়িতে হানা দেয়। সেখানে তিনটি ঘরে রক্ষিত শিবিরের বিপুল পরিমাণ জিহাদী বই-পুস্তক, শিবিরের লিফলেট, ক্যালেন্ডার, ব্যানার ও সিডি জব্দ করা হয়। এটি তাদের গোপন কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছিল বলে জানান ইফতেখায়ের আলম। তিনি বলেন, বাড়ির মালিকের খোঁজ খবর নেয়া হচ্ছে। তাদের গ্রেফতার করা হবে। তবে পুলিশ ওই বাড়িতে হানা দেয়ার পর থেকে বাড়ির মালিক লাপাত্তা রয়েছে। পুলিশের সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে ওই বাড়িতে অজ্ঞাতদের আনাগোনা চলছিল। রবিবার দুপুরে ভ্যানে করে কিছু কাগজপত্র অন্যত্র নেয়ার সময় ভ্যানটি উল্টে গেলে বিষয়টি জানাজানি হয়। এ সময় এলাকাবাসী প্রথমে দেখে এগুলো ছাত্রশিবিরের। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ বাড়িটি ঘেরাও করে অভিযান শুরু করে। ওই বাড়ির তিনটি কক্ষে বিপুল পরিমাণ লিফলেট, ব্যানার, জিহাদী বই ও সিডি জব্দ করা হয়। এ বিষয়ে পুলিশ অনুসন্ধান শুরু করেছে জানিয়ে মহানগর পুলিশের এসি ইফতেখায়ের আলম জানান, গ্রেফতার দুজনকে জিজ্ঞাসাবাদ করা হবে। এদিকে রাজশাহীর বাঘায় জামায়াত কর্মীসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে নিয়মিত মামলায় তাদের গ্রেফতার করা হয়। বাঘা থানার অফিসার ইনচার্জ আলী মাহমুদ পায়েল বলেন, নিয়মিত মামলায় উত্তর মিলিক বাঘা চাকিপাড়া এলাকার জামায়াত কর্মী মুনছুর আলী (মুন্টু) ও মনিগ্রাম হাবাশপুর এলাকার আব্দুস সালাম গ্রেফতার করা হয়। তাদের রবিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
×