ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জামালপুরে বিদ্যুতের কাজ বন্ধের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৪:৪৯, ৩০ জানুয়ারি ২০১৭

জামালপুরে বিদ্যুতের কাজ বন্ধের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২৯ জানুয়ারি ॥ জামালপুরের ইসলামপুর উপজেলার ৪নং চরের নতুনপাড়া গ্রামে সেচের পিডিবির বিদ্যুত লাইন সম্প্রসারণের কাজ বন্ধের প্রতিবাদে রবিবার দুপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। জামালপুরের বিদ্যুত শ্রমিক লীগ নেতাদের তিন লাখ টাকা ঘুষ না দেওয়ায় লাইন সম্প্রসারণ কাজ বন্ধ রয়েছে বলে অভিযোগ ওই এলাকার কৃষকদের। এতে প্রায় শতাধিক কৃষক অংশ নেন। অভিযোগ সূত্র জানায়, ওই উপজেলার ৪নং চরের নতুনপাড়া গ্রামের পাঁচ শতাধিক কৃষক। তাদের প্রায় ২ হাজার একর কৃষি জমি রয়েছে। তারা দীর্ঘদিন ধরে শ্যালো ইঞ্জিনচালিত সেচ দিয়ে বোর চাষ করে আসছিল। গ্রামটি জামালপুর পৌরসভার খুব কাছে হওয়ায় পাশ দিয়েই পিডিবির বিদ্যুত লাইন চালু রয়েছে। কৃষকরা ২০১৪ সালে পিডিবির বিদ্যুত লাইনের আবেদন করেন। চলতি বছরের ১২ জানুয়ারি ওই গ্রামের বিদ্যুত লাইনের অনুমোদন হয়। এরপর ১৮ জানুয়ারি ওই গ্রামের বিদ্যুত লাইন সম্প্রসারণের কাজ শুরু হয়। ২২ জানুয়ারি খুঁটির কাজ চলার সময় জামালপুরের বিদ্যুত শ্রমিক লীগের (সিবিএ) সভাপতি সাদা মিয়া ও অপর গ্রুপের সভাপতি সবুজ মিয়া ও সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদসহ চারজন ওই গ্রামে যান। এ সময় তারা লাইন সম্প্রসারণ কাজের জন্য কৃষকদের কাছে ৩ লাখ টাকা দাবি করেন। কিন্তু কৃষকরা টাকা না দেওয়ায় সিবিএর নেতারা প্রভাব খাটিয়ে সম্প্রসারণ কাজ বন্ধ করে দেন। এতে চলতি বোর মৌসমে কৃষকদের জমি পতিত থাকার আশঙ্কা দেখা দিয়েছে।
×