ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নদী ভাঙ্গন ঠেকাতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

প্রকাশিত: ০৪:৪৮, ৩০ জানুয়ারি ২০১৭

নদী ভাঙ্গন ঠেকাতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ২৯ জানুয়ারি ॥ দোয়ারাবাজার উপজেলায় নদী ভাঙ্গন প্রতিরোধে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক, দোয়ারাবাজার সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ একরামুল হক, বীর প্রতীক আব্দুল হালিম, মুক্তিযোদ্ধা কমান্ডার সফর আলী ও নদী ভাঙ্গন প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, এই নদী ভাঙ্গনের কারণে দোয়ারাবাজার উপজেলা সদরের নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদী ভাঙ্গন রোধে পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করেন বক্তারা। গত কয়েক দিন ধরে নদীর পানি কমার সঙ্গে সঙ্গে ভাঙ্গন দেখা দিয়েছে দোয়ারাবাজার উপজেলার উপজেলা পরিষদ কার্যালয়সহ সুরমা ও মন্নারগাঁও ইউনিয়নের অর্ধশতাধিক গ্রাম।
×