ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম বন্দরের ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৪:৪৭, ৩০ জানুয়ারি ২০১৭

চট্টগ্রাম বন্দরের ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বন্দরের ২ প্রকৌশলীসহ ৩ জনের বিরুদ্ধে ২ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেছেন আওয়ামী লীগ নেতা ও রোটারিয়ান মোঃ ইলিয়াস। রবিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোঃ শাহে নুরের আদালতে বাদীর আইনজীবীর মাধ্যমে এ অভিযোগ দাখিল করে তা মামলা আকারে গ্রহণের দাবি জানানো হয়েছে। বাদীর আইনজীবী এ্যাডভোকেট রফিকুল আলম সাংবাদিকদের জানিয়েছেন, এ অভিযোগ দাখিলের আগে বাদী থানায় মামলা করতে গিয়েছিলেন কিনা এবং বিষয়টি দুদককে অবহিত করা হয়েছিল কিনা তা জানতে চেয়েছেন। বাদী যাদের বিরুদ্ধে ঘুষের অভিযোগ এনেছেন তারা হলেন চট্টগ্রাম বন্দরের মেরিন ওয়ার্কশপের নির্বাহী প্রকৌশলী মহিউদ্দিন, উপ প্রকৌশলী এমদাদুল হক ও আসিফ মোহাম্মদ। উল্লেখ্য, গেল বছরের ২৮ ডিসেম্বর প্রকৌশলী এমদাদুল হকের ওপর হামলার অভিযোগে মামলা হলে বন্দর থানায় একটি মামলা হয়। এ মামলায় গত ১৮ জানুয়ারি তাকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়। গেল সপ্তাহে আদালত তার জামিন মঞ্জুর করেন। আর্জিতে বাদীর পক্ষে বলা হয়েছে, বাদী চট্টগ্রাম বন্দরের একজন তালিকাভুক্ত ঠিকাদার। একটি কাজের বিপরীতে বন্দরের ওই তিন কর্মকর্তা তার কাছে ২ লাখ টাকা ঘুষ দাবি করেন।
×