ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাসিরনগর তাণ্ডবের ৯০ দিন পূর্তি আজ, সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৮ মামলা

প্রকাশিত: ০৪:১৫, ৩০ জানুয়ারি ২০১৭

নাসিরনগর তাণ্ডবের ৯০ দিন পূর্তি আজ,  সাবেক ইউপি  চেয়ারম্যানের  বিরুদ্ধে ৮ মামলা

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ জেলার নাসিরনগরে মৌলবাদী তা-বের ৯০ দিন পূর্তি আজ। গত বছরের ৩০ অক্টোবর ফেসবুকে পবিত্র কাবা শরীফের বিকৃত ছবি পোস্ট করা নিয়ে তুলকালাম কা- ঘটে যায়। ঐ ঘটনায় এখন পর্যন্ত ১০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল আহাদ ও দেওয়ান আতিকুর রহমান আঁখিও রয়েছেন। পুলিশ জানিয়েছে, নাসিরনগরে হিন্দু বাড়িঘর, মন্দির ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক আওয়ামী লীগ নেতা শেখ আব্দুল আহাদকে থানায় দায়েরকৃত ৮টি মামলাতেই গ্রেফতার দেখানো হয়েছে। এর মধ্যে হিন্দু বাড়িতে আগুন দেয়ার ঘটনায় দায়েরকৃত ৪টি মামলা এবং মন্দির ভাংচুর, বাড়ি-ঘর ভাংচুর ঘটনায় অপর ৪টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। রবিবার রাতে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু জাফর জনকণ্ঠকে বলেছেন, ৮টি মামলায় আহাদকে গ্রেফতার দেখানো হয়েছে। এসব মামলার তদন্ত চলছে। চার্জশীট এখন প্রক্রিয়াধীন। পুলিশের একটি সূত্র জানিয়েছে, তাদের কাছে রক্ষিত আলামত, ভিডিও ফুটেজ, ঘটনার প্রত্যক্ষদর্শী, স্থানীয় বাসিন্দাদের জবানবন্দী, ঘটনায় গ্রেফতারকৃতদের জবানবন্দী, আদালতে প্রদত্ত জবানবন্দীসহ সকল তথ্য উপাত্ত সন্নিবেশিত করেই চার্জশীট প্রস্তুত করার কাজ চলছে। অল্প সময়ের মধ্যেই চার্জশীট দেয়া হবে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, এসব মামলায় এখন ব্যাপক তদন্ত চলছে। প্রতিনিয়তই উর্ধতন পুলিশ কর্মকর্তারা সার্বিক তত্ত্বাবধান করছেন মামলাগুলোর। তদন্ত কার্যক্রম এগিয়ে চলছে বলে সূত্র জানিয়েছে। পুলিশ জানায়, গত ২৬ ডিসেম্বর আহাদকে উপজেলা সদরের ঘোষ পাড়া নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। পবিত্র কাবা শরীফের ছবি বিকৃত করে ছবি পোস্ট দেয়ার পর ৩০ অক্টোবর সেখানে তা-ব চালানো হয়। হরিনবেড় গ্রামের রসরাজ দাসের ফেসবুক আইডি থেকে পবিত্র কারা শরীরের ছবির ওপর শিবমূর্তি বসিয়ে পোস্ট করার ঘটনা ঘটে। এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। এরপর মৌলবাদীরা রসরাজের বাড়িসহ অর্ধশত হিন্দু বাড়িতে হামলা চালায়। ভাংচুর করে ১৫টি মন্দির। এর নেপথ্য ভিন্ন বিষয় ছিল বলে আলোচনা আছে। এ ঘটনাকে কেন্দ্র করে একটি গ্রুপ রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীকে কুপোকাত করতে উঠে পড়ে লেগে যায়। নাসিরনগরে সিরিজ আগুন সন্ত্রাস চালানো হয়। ঘটনায় জড়িত থাকায় জেলা আওয়ামী লীগ তাদের দলীয় স্থানীয় ৩ নেতাকে সাময়িকভাবে সাসপেন্ড করে। এর আগে অবশ্য হরিপুর ইউপি নির্বাচন নিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীকে দল থেকে বহিষ্কার সুপারিশ করা হয়। নাসিরনগর তা-বে প্রায় আড়াই মাস পর হরিপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ দলীয় ইউপি চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখিকে রাজধানী ঢাকার ভাটারা থেকে পুলিশ গ্রেফতার করে।
×