ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাজধানীতে স্কুলছাত্রী ধর্ষিত, দুর্ঘটনায় নিহত ৩

প্রকাশিত: ০৪:১৪, ৩০ জানুয়ারি ২০১৭

রাজধানীতে স্কুলছাত্রী ধর্ষিত, দুর্ঘটনায় নিহত ৩

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুর এলাকায় দশম শ্রেণীর এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ করেছে তার স্বজনরা। রবিবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটেছে। ওই ছাত্রীর বড় ভাই জানিয়েছে, তাদের বাসা মোহাম্মদপুর রাজিয়া সুলতানা রোডে। তার বোন স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণীতে অধ্যায়নরত। বোনের বরাত দিয়ে তিনি আরও জানিয়েছেন, প্রিন্স নামের একটি ছেলের সঙ্গে কয়েক দিন আগে ফেসবুকে পরিচয় হয় তার বোনের। ছেলেটির সঙ্গে রবিবার মিরপুর এলাকায় গিয়েছিল সে। সেখানে প্রিন্স তাকে ফুসলিয়ে একটি বাসায় নিয়ে যায় এবং ধর্ষণ করে। এতে তার বোন অসুস্থ হয়ে পড়লে তাকে কল্যাণপুরের একটি হাসপাতালে ভর্তি করে প্রিন্স পালিয়ে যায়। পরে খবর পেয়ে বোনকে উদ্ধার করে তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। ওই ছাত্রীর অবস্থা গুরুতর। জরুরী ভিত্তিতে অস্ত্রোপচার করাতে হবে। বাসচাপায় নিহত ১ ॥ রাজধানীর শেরেবাংলানগর থানাধীন গণভবনের ২নং গেটের সামনে যাত্রীবাহী বাসের চাপায় হাজী আব্দুল সাত্তার (৬০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার রাত এগারোটার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত সাত্তার কুমিল্লার চাঁদপুর জেলার মতলব উপজেলার বাসিন্দা। নিহতের মেয়েজামাই আব্দুল্লাহ আল মামুন জানান, বর্তমানে তিনি টিকাটুলির কে এম দাস লেনের একটি বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। নবাবপুর এলাকায় মেশিনারিজের ব্যবসা করতেন। শনিবার রাতে ব্যবসায়িক কাজে মানিকগঞ্জ যান আব্দুল সাত্তার। সেখান থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার সময় গণভবনের সামনে এলে যাত্রীবাহী ৭নং বাস তাকে চাপা দেয়। এ সময় গুরুতর আহত হন তিনি। আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সোহ্রাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা কœে। শেরেবাংলানগর থানার উপপরিদর্শক অনন্ত কুমার রায় জানান, বাসটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ট্রেনে কাটা পড়ে নিহত ২ ॥ রাজধানীর বনানী ও খিলক্ষেত রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। নিহত একজনের নাম মিরনা আক্তার (৩০)। তিনি দিনমজুরের কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ। অন্যজনের নাম-পরিচয় জানা যায়নি। বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলী আকবর বলেন, রবিবার সকাল ৯টার দিকে খিলক্ষেত রেলক্রসিং এলাকায় নেত্রকোনাগামী মহুয়া এক্সপ্রেসের ধাক্কায় মিরনা আহত হন। সিগারেট ও মেডিসিন জব্দ ॥ হযরত শাহজালালে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ বিদেশী সিগারেট ও স্টেরয়েড মেডিসিন আটক করা হয়েছে। রবিবার শুল্ক গোয়েন্দা অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৩৬,৬০০ শলাকা বিদেশী সিগারেট জব্দ করে। জামাল উদ্দিন নামের এক যাত্রী ১৮৩টি এসব সিগারেট আনেন। তিনি দুবাই থেকে বাংলাদেশ বিমানের ইএ ২৪৮-এর মাধ্যমে দুপুর ১২:১৫ ঢাকায় অবতরণ করেন। গোপন সংবাদ থাকায় শুল্ক গোয়েন্দারা ওই যাত্রীকে নজরদারিতে রাখে এবং ব্যাগেজ বেল্ট নং ৭ থেকে ব্যাগেজ সংগ্রহ করার পর যাত্রীকে কাস্টমস হলে নিয়ে আসা হয়। তখন আমদানি নিষিদ্ধ ৩৬,৬০০ শলাকা সিগারেট আটক করা হয়। এসব সিগারেট ৩টি লাগেজে লুকায়িত ছিল। এছাড়া যাত্রীর নিকট থেকে স্টেরয়েড জাতীয় ২০০০ পিস ট্যাবলেট আটক করা হয়। পেট্রোলবোমা ও ককটেল ॥ রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় পৃথক দুটি অভিযানে ২০টি পেট্রোলবোমা এবং ৩৭টি ককটেল ও চাপাতি উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে এসব উদ্ধার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ জানায়, মিরপুরের ৬০ ফিট রাস্তা এলাকায় অভিযান চালিয়ে ককটেল ও পেট্রোলবোমাগুলোসহ হাবিবুর রহমান (৫০) নামে একজনকে আটক করা হয়েছে।
×