ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তবু খুশি সালাউদ্দিন, ফুটবল ক্যালেন্ডারের বিভিন্ন দিক উপস্থাপন

কোচ নিয়ে সিদ্ধান্তহীনতায় বাফুফে

প্রকাশিত: ০৪:১৪, ৩০ জানুয়ারি ২০১৭

কোচ নিয়ে সিদ্ধান্তহীনতায় বাফুফে

স্পোর্টস রিপোর্টার ॥ গত ১০ ডিসেম্বর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) চার বছর মেয়াদী ক্যালেন্ডার প্রকাশ করে। গত একমাসের অগ্রগতি জানাতে রবিবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলন করেন সংস্থার সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন। এক প্রশ্নের জবাবে বাফুফে বস বলেন, এখন পর্যন্ত যা অগ্রগতি হয়েছে তাতে আমি শতভাগ খুশি। আমরা পুরোপুরি সঠিক পথে আছি। তবে আগামী মার্চে হতে যাওয়া বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশ জাতীয় ফুটবল দল দেশী কোচ না বিদেশী কোচের অধীনে খেলবে, সেটা চূড়ান্ত করতে পারেনি বাফুফে। এ প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, আমরা এখনও কোচ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারিনি। ন্যাশনাল টিমস কমিটি কোচ খুঁজছে, বিভিন্ন দিক আলেচনায় এসেছে। এ মুহূর্তে আমরা কোচ সম্পর্কে চূড়ান্ত কিছু বলতে পারছি না, তবে প্রক্রিয়া চলছে। জাতীয় পুরুষ দল প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, বিকেএসপিতে বিশেষ কন্ডিশনিং ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই ক্যাম্পের মাধ্যমে প্রথমবারের মতো খেলোয়াড়দের শারীরিক দিকগুলো পর্যবেক্ষণ করা হবে। ১২ দিনব্যাপী এই ক্যাম্পে প্রত্যেক খেলোয়াড়কেই বিভিন্ন ক্যাটাগরির ফিটনেস টেস্ট দিতে হবে। বিজ্ঞানসম্মতভাবে আয়োজিত এই প্রক্রিয়ার আওতায় বাছাইকৃত ৬২ জন খেলোয়াড় সম্পর্কে তথ্য-উপাত্ত সংগ্রহ করার কাজ চলছে যা দল নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ অনুর্ধ-১৫ প্রমীলা ফুটবল দল জাপানের জে- গ্রিন সাকাই টুর্নামেন্ট খেলেছে। এ প্রসঙ্গে বাফুফে সভাপতি বলেন, বাংলাদেশ প্রমীলা জাতীয় দলের ভবিষ্যত হিসেবে মেয়েদের এ অভিজ্ঞতা বেশ কাজে আসবে। ফুটবল উন্নয়নের তৃতীয় পর্যায়ে এ ধরনের কার্যক্রম বেশি করে আয়োজন করা হবে। এক্ষেত্রে ২০১৭’র সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে চলা অনুর্ধ-১৭ বিশ্বকাপের বাছাইপর্বকে মূল লক্ষ্য রেখে সব পরিকল্পনা সাজানো হয়েছে। জাতীয় প্রমীলা দল প্রসঙ্গে তিনি বলেন, সাফ চ্যাম্পিয়নশিপে রানার্স আপ হয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এ পর্যায়ের প্রতিযোগিতায় এটিই জাতীয় নারী দলের সেরা সাফল্য। ফাইনালের আগ পর্যন্ত অপরাজিত থাকা কিংবা গ্রুপ পর্যায়ে শক্তিশালী ভারতের সঙ্গে গোলশূন্য ড্র এই দলটির সামর্থ্য ও দৃঢ় মানসিকতা প্রকাশ করে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ফাইনালের আগ পর্যন্ত এ দলটি একটি গোলও খায়নি, ফাইনালেও তাদের পারফর্মেন্স প্রশংসনীয় ছিল।
×