ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাকায় এআইপিএস এশিয়া প্রেসিডেন্ট

বিএসপিএ স্পোর্টস এ্যাওয়ার্ড আজ

প্রকাশিত: ০৪:১৩, ৩০ জানুয়ারি ২০১৭

বিএসপিএ স্পোর্টস এ্যাওয়ার্ড আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী পুরস্কার কুল-বিএসপিএ স্পোর্টস এ্যাওয়ার্ডের জমকালো আয়োজন আজ সোমবার। এবার ২০১৫ ও ২০১৬ সালের পুরস্কার দেয়া হচ্ছে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ উপলক্ষে খেলোয়াড়, কর্মকর্তা, কোচ, সংগঠক, পৃষ্ঠপোষকদের মিলনমেলা বসবে। অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির আমন্ত্রণে দুইদিনের সফরে ঢাকায় এসেছেন এশিয়ান ক্রীড়া সাংবাদিক সংস্থা এআইপিএস এশিয়ার সভাপতি মোহাম্মদ কাশিম। অনুষ্ঠানের বিশেষ অতিথি তিনি। দু’বছর মিলিয়ে ২০টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হবে। তবে দুই বছরের বর্ষসেরা ক্রীড়াবিদের নাম চমক হিসেবে থাকছে। কেননা মনোনীত তিন থেকে সেরাকে বেছে নেয়া হবে অনুষ্ঠানের মঞ্চে। এছাড়া দর্শক ভোটে চলছে পপুলার চয়েজ এ্যাওয়ার্ড। যেখানে ভোটের মাধ্যমে ছয়জন থেকে একজনকে বেছে নেয়া হবে। বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এআইপিএস এশিয়ার সভাপতি কাশিম বাহরাইন থেকে রবিবার ঢাকায় পৌঁছান। বাংলাদেশে এটিই প্রথম কোন এআইপিএস এশিয়া প্রধানের আগমন। দুপুরে বাফুফে ভবনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাত করেন। এরপর বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিএসপিএ কার্যালয় পরিদর্শন করেন।
×